উত্তরবঙ্গের বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল রাজ্যের কৃষি বিপণন দফতর। দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ত্রাণ শিবিরে ১ লক্ষ কেজির বেশি আলু ও পেঁয়াজ পাঠানো হয়েছে। নিয়ন্ত্রিত বাজার সমিতিগুলির মাধ্যমে রাজ্যের নানা প্রান্ত থেকে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।

দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৬৫ হাজার কেজির বেশি আলু এবং ১৫ হাজার কেজির বেশি পেঁয়াজ ত্রাণ শিবিরগুলিতে সরবরাহ করা হয়েছে। দার্জিলিং জেলার জন্য শিলিগুড়ি থেকে পাঠানো হয়েছে ২৪ হাজার কেজির বেশি আলু ও সবজি, আর কালিম্পং জেলার জন্য পাঠানো হয়েছে প্রায় ১৭ হাজার কেজির বেশি আলু ও অন্যান্য খাদ্যসামগ্রী।

আলিপুরদুয়ার নিয়ন্ত্রিত বাজার সমিতি নিজস্ব উদ্যোগে জেলার বিভিন্ন ত্রাণ শিবিরে ১১০০ প্যাকেট ত্রাণসামগ্রী সরবরাহ করেছে। পাশাপাশি, সুফল বাংলার ১০০টি স্থায়ী বিপণির পাশাপাশি উত্তরবঙ্গের দুর্গত এলাকায় চালু করা হয়েছে অতিরিক্ত ৬৫টি ভ্রাম্যমান বিপণি, যাতে সাধারণ মানুষ স্বল্প মূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেতে পারেন।

কৃষি বিপণন দফতরের এক আধিকারিক জানান, উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পর্যাপ্ত খাদ্য পৌঁছে দিতে এই উদ্যোগ আরও কয়েক দফায় চলবে। তাঁর কথায়, “দফতরের সব শাখা একসঙ্গে কাজ করছে। যাতে দুর্গত এলাকার কোনও মানুষ খাদ্যের অভাবে না পড়েন, সেটাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

আরও পড়ুন – বেপরোয়া গতি, দুটি স্কুটিতে ধাক্কা মেরে কলেজ স্ট্রিটে উল্টে গেল গাড়ি!

_

_

_

_

_
_