বলিউড বাদশার জন্মদিনে আগাম উপহার, আগামী ৩১ অক্টোবর থেকে দেশজুড়ে শাহরুখ ম্যানিয়া। শুরু হতে চলেছে কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল (SRK special film festival)।
আগামী ২ নভেম্বর বলিউড বাদশার ৬০তম জন্মদিন (Shahrukh Khan 60th Birthday)। আর এই জন্মদিনটিকেই বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স (PVR-Inox)। দু সপ্তাহ ধরে দেশের ৩০টি শহরে বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে যেখানে শুধুই দেখানো হবে শাহরুখ খানের সিনেমা।
‘পদ্মশ্রী’ শাহরুখের জন্মদিন-স্পেশাল চলচ্চিত্র উৎসব নিয়ে ইতিমধ্যেই আবেগ-উন্মাদনা আর নস্টালজিয়ায় ভাসতে শুরু করেছেন অনুরাগীরা। প্রতিবছর পয়লা নভেম্বর সন্ধ্যা থেকেই মন্নতের (Mannat ) সামনে ভক্তদের ভিড় বুঝিয়ে দেয়, যে বছরের একাদশতম মাসের দ্বিতীয় দিনটি শাহরুখ-প্রেমীদের জন্য উৎসব উদযাপনের চেয়ে কিছু কম নয়। তবে মনে করা হচ্ছে শুরু হয়ে যাবে ৩১ অক্টোবর থেকেই। কারণ ওই দিন থেকেই শুরু জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার সিনেমা নিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা হচ্ছে। তালিকায় থাকছে ‘কভি হাঁ কভি না’, ‘দিল সে’, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দিল তো পাগল হ্যায় ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবি। সাম্প্রতিককালে শাহরুখ অভিনীত সিনেমাও দেখানো হবে বলে শোনা যাচ্ছে।
–
–
–
–
–
–
–
–
