Sunday, November 16, 2025

দীপাবলির আগেই দূষণে দমবন্ধ রাজধানী, সবুজ বাজি-ছাড়েও মিলছে না স্বস্তি

Date:

সামনেই দীপাবলি কিন্তু তাঁর আগেই দূষণের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে দিল্লি। শুক্রবার সকালে দিল্লির বায়ু গুণমান সূচক (AQI) পৌঁছেছে ‘অতি খারাপ’ (৩২৬) পর্যায়ে। দীপাবলির মূল উৎসব এখনও বাকি, অথচ তার আগেই দিল্লিবাসীকে শ্বাস নিতে হচ্ছে দূষিত বাতাসে। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট ‘সবুজ বাজি’ ব্যবহারে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল। পরিবেশবান্ধব বাজি ফাটাতে উৎসবের অনুমতি দেওয়া হলেও কোর্ট স্পষ্ট করে জানায়, যেকোনো ধরনের ‘প্রদূষণকারী বাজি’ নিষিদ্ধ।

বিশেষজ্ঞদের মতে, দীপাবলিতে দিল্লির বাতাস আরও খারাপের দিকে যাবে। কারণ, এ সময় সাধারণত বাজির ধোঁয়া, যানবাহনের ধোঁয়া এবং পাশের রাজ্যগুলিতে খড় পোড়ানোর কারণে দূষণ মাত্রা বেড়ে যায়। দিল্লির ভৌগোলিক গঠনও দূষণের মাত্রা ধরে রাখার পক্ষে সহায়ক। ফলে পরিস্থিতি সহজে স্বাভাবিক হয় না। শহরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের অভিযোগ, ভোরবেলা বা রাতের দিকে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। সাইক্লিং, হাঁটা কিংবা খোলা আকাশের নিচে ব্যায়াম করা কঠিন হয়ে পড়ছে। উত্তর দিল্লির এক সাইক্লিস্ট বলেন, “প্রতি বছর দীপাবলির আগে থেকেই এই দূষণ শুরু হয়। চোখ জ্বালা করে, গলায় খুসখুস করে, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়।” আরও পড়ুন: ভূতের দরবারে উইন্ডোজ! ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মোশন পোস্টারেই গা ছমছমে অনুভূতি

দিল্লি সরকার ইতিমধ্যেই ‘গ্র্যাডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (GRAP) কার্যকর করেছে। স্কুল-কলেজে পড়ুয়া এবং বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপে যে এই সংকট থেকে মুক্তি পাওয়া যাবে না, সে কথাও মনে করিয়ে দিচ্ছেন পরিবেশবিদরা।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version