Sunday, November 16, 2025

কালীপুজোতে কলকাতার রাস্তায় কড়া নিরাপত্তা! মোতায়েন ৫ হাজার পুলিশ

Date:

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে আলোর উৎসবে মেতে উঠছে গ্রাম থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ। কালীপুজো ও দীপাবলির এই উৎসবকে নিরাপদভাবে উদযাপন করতে কলকাতা পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সোমবার ও মঙ্গলবার শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ৫ হাজার পুলিশকর্মী দায়িত্বে থাকবেন।

পুলিশ কর্মীদের দুই শিফটে ভাগ করা হয়েছে। অবৈধ বাজি ও ফানুস ব্যবহারের বিষয়ে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের দু’দিনে প্রতিটি শিফটে প্রায় ৫০টি পুলিশ কন্ট্রোল রুম (পিসিআর) ভ্যান শহরের বিভিন্ন এলাকায় টহল দেবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস) এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) সতর্ক অবস্থায় থাকবে।

নজরদারি আরও বাড়াতে শহরজুড়ে ৪৫০টিরও বেশি পুলিশ পিকেট বসানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন আবাসন কমপ্লেক্স ও বহুতল সমিতিকে নিরাপত্তা বিষয়ে করণীয় ও অকরণীয় বিষয় জানিয়ে দিয়েছেন। ট্রাফিক ও গোয়েন্দা বিভাগের আলাদা মোতায়েন ছাড়াও উৎসবের সময় অতিরিক্ত নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে। ডেপুটি কমিশনাররা সরাসরি রাস্তায় নেমে পুরো অপারেশন তদারকি করবেন, তাদের সহায়তা করবেন সহকারী কমিশনাররা।

রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, কালীপুজোর সময়ে অতিরিক্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা হিসেবে কলকাতা, বারাসত ও নৈহাটিতে ৫১টি অস্থায়ী ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এছাড়া মোটরসাইকেল ভিত্তিক দ্রুত অগ্নিনির্বাপক টিমও রাস্তায় থাকবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।শহরজুড়ে উৎসবমুখর আনন্দের মাঝেও পুলিশের এই প্রস্তুতি নিশ্চিত করবে নিরাপদ ও শান্তিপূর্ণ কালীপুজো ও দীপাবলি উদযাপন।

আরও পড়ুন- দুবছর পরে উত্তরবঙ্গ মেডিক্যালে ‘প্লাজমা’ আয়োজন: বিভেদ ভুলে এগোনোর বার্তা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version