Sunday, November 16, 2025

বিজেপির ওডিশায় ধর্ষণের তদন্তে উঠে এল নারীপাচার চক্রের হদিশ

Date:

কেঁচো খুঁড়তে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বেরিয়ে এল কেউটে! ওড়িশার(Odisha) ভুবনেশ্বরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের তদন্তে নেমে নারীপাচার এবং বড় যৌনচক্রের নাগাল পেল পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, শুক্রবার রাতের এই ঘটনার তদন্ত করতে গিয়ে ভুবনেশ্বরের লক্ষ্মীনগরে একটি পাচারচক্র পুলিশের নজরে আসে। শনিবার ভুবনেশ্বর পুলিশ এবং লক্ষ্মীনগর থানার পুলিশ একটি যৌথ অভিযান চালায়। তাদের কাছে খবর আসে লক্ষ্মীনগর এলাকার একটি বাড়িতে নারীপাচার চক্র চলছে। ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ তিনজন মহিলাকে উদ্ধার করেছে। পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারীদের সূত্রে খবর, লক্ষ্মীনগরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে মঞ্জু শেঠি, মমতা সাহু, সঞ্জীবকুমার দাস এবং অবিনাশ মুদুলিকে। শেঠি, সাহু এবং দাস এই পাচারচক্রের মূল কাণ্ডারি।

পুলিশ কমিশনার এস দেবদত্ত সিংহ এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, যে হাসপাতালের সামনে কিশোরীকে আহত অবস্থায় ফেলে যাওয়া হয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। সেখান থেকেই লক্ষ্মীনগরে একটি বাড়ির কথা জানতে পারেন তারা। দেখা যায় ওই বাড়ি থেকেই নারীপাচার এবং যৌনচক্র চালানো হচ্ছিল। ধৃত মুদুলিকে মূল অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। কিশোরীকে জোর করেই দেহব্যবসায় নামানোর চেষ্টা করেছিলেন তারা। তিনি রাজি না হওয়ায় চলেছিল অকথ্য অত্যাচার।

উল্লেখ্য, শুক্রবার রাতে ভুবনেশ্বরের একটি হাসপাতালের সামনে এক কিশোরীকে গুরুতর জখম এবং অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের কর্মীরা পুলিশে খবর দেন। কিশোরীর মেডিক্যাল রিপোর্টে যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া যায় এবং তারপরেই পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছিল। এরপরেই লক্ষ্মীনগরে নারীপাচার এবং যৌনচক্রের সন্ধান পায় পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তবে এই ঘটনার পর আরও একবার প্রশ্নের মুখে পড়ছে বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা।

Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...
Exit mobile version