Sunday, November 16, 2025

ইস্টবেঙ্গলকে জবাব দিতে চিংড়ি সেলিব্রেশন, মোহনবাগানে কবে হবে শিল্ড জয়ের উৎসব?

Date:

ডার্বি মানেই ইলিশ, চিংড়ির লড়াই। শিল্ড(IFA Shield) ফাইনালে মাঠে ১২০ মিনিটের লড়াইয়ের পর টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়েছে ট্রফি জিতেছে মোহনবাগান(Mohun Bagan)। ম্যাচ শেষে চিংড়ি নিয়ে ইস্টবেঙ্গলকে পাল্টা জবাব সবুজ মেরুনের।

শনিবার টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ১২৫তম আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। ট্রফি জয়ের সেলিব্রেশনের সময় মোহনবাগান ফুটবলার থেকে কর্তাদের হাতে দেখা গেল একগুচ্ছ গলদা চিংড়ি। কয়েক মাস আগে কল্যাণীতে কলকাতা লিগে ডার্বি জয়ের পর লাল হলুদ ফুটবলাররা  ইলিশ মাছ নিয়ে সেলিব্রশন করেছিল। তারই পাল্টা দিল মোহনবাগান।

বিগত কয়েক সপ্তাহ ধরেই মোহনবাগান সমর্থকরা ক্ষুব্ধ ছিলেন দল ইরানে খেলতে না যাওয়ায়। কিছুটা অভিমান করেই ডার্বি ম্যাচের শুরুতে সমর্থকরা তাদের পতাকা বা কোনও ফেস্টুন দেখাননি। কিন্তু বড় ম্যাচ জিতে শিল্ড জিততেই অভিমান গলে জল। সমর্থকরা উল্লাসে মাতলেন।

ঐতিহ্য মেনেই ট্রফি জয়ের পর মোহনবাগান ক্লাবে হবে  পতাকা উত্তোলন এবং শিল্ড জয়ের সেলিব্রেশন। কিন্তু সেটা হবে কালীপুজোর পর। দীপাবলির পরই শিল্ডের সেলিব্রেশনের পরিকল্পনা করেছেন বাগান কর্তারা।

শনিবারের ডার্বি জয়ের বাগানের দুই নায়ক বিশাল কাইথ ও আপুইয়া। পেলান্টি সেভ করার পর বিশাল বলছেন, গোল বাঁচাতেই হবে  এই লক্ষ্য নিয়েই নেমেছিলান। রোজই পেনাল্টি অনুশীলন করি। তারই হয়তো ফল পেয়েছি। অনেক সমর্থক এসেছিলেন আমাদের হয়ে গলা ফাটাতে। সমর্থকদের বিশ্বাসের দাম রাখতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি, আগামিদিনেও এভাবেই তাঁদের সমর্থন পাব।”

 

Related articles

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...
Exit mobile version