Sunday, November 16, 2025

মিরিকের কাছে ভয়াবহ দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে মৃত তিন, নিখোঁজ এক মহিলা 

Date:

মিরিক থেকে কাঁকড়ভিটা যাওয়ার পথে নৌলডাঁড়ার কাছে বুধবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। পাহাড়ি ঢালু রাস্তায় যাত্রিবাহী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পরই গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধারকাজে যোগ দেন। তাঁদের তৎপরতায় গাড়ির মধ্যে থাকা এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে শিশুটির মা এখনও নিখোঁজ। দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে প্রথম দিকে কিছুটা বিলম্ব হয় বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি ব্লক হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর মিরিক মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে— ধনবাহাদুর কটওয়ার, নেপালের ধুলাবাড়ি এলাকার বাসিন্দা। বাকি মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সেই সড়কে যা দুধিয়া সেতুর ক্ষতির পর থেকে মিরিক–শিলিগুড়ি যাতায়াতের প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহার হচ্ছে। প্রশাসনের আশঙ্কা, অতিরিক্ত যানচলাচল ও পাহাড়ি রাস্তার বাঁক বিপজ্জনকভাবে সরু হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ওই পথে সতর্কবার্তা জারি করেছে এবং দুর্ঘটনা প্রতিরোধে রাস্তা সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

আরও পড়ুন – অস্কারের পাশেই ইস্টবেঙ্গল ক্লাব, বিতর্কের মধ্যেই বার্তা শীর্ষকর্তার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version