Saturday, November 15, 2025

বাবার সঙ্গে শত্রুতা! পাঁচ বছরের শিশুকে নৃশংস খুন দিল্লিতে

Date:

বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না পাঁচ বছরের শিশুটির। এরপরেই মঙ্গলবার দিল্লির নরেলা এলাকায় গভীর রাতে এক বাড়ি থেকে উদ্ধার হল শিশুটির ক্ষতবিক্ষত দেহ। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে নিহত শিশুর বাবার এক গাড়িচালক ঘটনাটি ঘটিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Delhi police)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ শিশুটির পরিবারের তরফে ছেলেকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তল্লাশি শুরু হলে রাতের দিকে নরেলা (Narolla) এলাকার একটি ভাড়াবাড়ি থেকে শিশুটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে ওই বাড়িতে শিশুর বাবার অধীনে কর্মরত নিতু নামে এক চালক (driver) থাকতেন কিন্তু ঘটনার পর থেকে নিতু পলাতক। তাঁকে খোঁজার চেষ্টা চলছে।

নিহত শিশুর বাবার পরিবহণের ব্যবসা (transport business) রয়েছে। তাই একাধিক গাড়িও আছে তাঁর। তাঁর অধীনে দু’জন চালক কাজ করতেন। সোমবার দুই চালকের মধ্যে বচসা হয় এবং সেটা হাতাহাতিতে পৌঁছে যেতেই শিশুটির বাবা হস্তক্ষেপ করেন। নিতুকে চড়ও মারেন তিনি বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে রাগ ও অপমানে ঘটনা ঘটিয়েছেন ওই চালক। সন্দেহ করা হচ্ছে নিতুই ছেলেটিকে অপহরণ (kidnap) করে, তার ভাড়া বাড়িতে নিয়ে যায় এবং ইট ও ছুরি দিয়ে অত্যন্ত নৃশংসভাবে খুন (murder) করে। নিতু শিশুটির পরিচিত বলেই তার সাথে সহজেই চলে গিয়েছে শিশুটি ওই ভাড়াবাড়িতে।

আরও পড়ুন: ওয়ালস হাসপাতাল থেকে সদ্যজাতকে চুরির কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করল পুলিশ, আটক মহিলা

পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) হরেশ্বর স্বামী এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন মঙ্গলবার দুপুরে বাড়ির বাইরে শিশুটি খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে অপহরণ করা হয়েছে বলে বিকেল সাড়ে ৩টে নাগাদ নরেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানায় একটি ফোন আসে। খোঁজাখুঁজির পর বাড়ির কাছেই একটি ভাড়াবাড়িতে তার দেহ পাওয়া যায়। অভিযুক্ত যুবক আপাতত পলাতক (absconding)। তাঁকে খুঁজে বার করার জন্য একাধিক দল গঠন করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে খবর।

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version