Sunday, November 16, 2025

অসমে বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের অংশ, নাশকতার আশঙ্কা

Date:

অসমে (Assam) ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের অংশ। বুধবার রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে রেললাইনে বিস্ফোরণ ঘিরে হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আপ লাইনের একটা অংশ উড়ে যায়। রাত ১টা নাগাদ এই ঘটনা ঘটার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন (Rail line)। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, IED বিস্ফোরণ হয়েছে। নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও বৃহস্পতিবার সকাল ৫.২৫ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর বিস্ফোরণের পরেই RPF, GRPF ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রেলের তরফে ঘটনার বিশদে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও এই বিস্ফোরণ নিয়ে কোনও বক্তব্য করা হয়নি। বিস্ফোরণের জেরে দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্বের একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়। আশেপাশের স্টেশনগুলিতে বেশ কয়েকটি ট্রেন থামানো হয় যার ফলে যাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। বিস্ফোরণের পরেই রেল বিভাগ, নিরাপত্তা বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখে তদন্ত শুরু করে। এই হামলার পেছনে কে কারা ছিল সেই নিয়ে কর্মকর্তারা এখনও নিশ্চিত হতে পারেননি, তবে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (NFR) এক আধিকারিক নিশ্চিত করেছেন যে ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ রেলওয়ে স্টেশনগুলিতে টহল জোরদার করা হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী বাসিন্দারা জানিয়েছেন যে তারা মধ্যরাতের একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। আওয়াজে আশেপাশের বাড়িগুলি রীতিমত কেঁপে ওঠে। প্রথমে ট্রান্সফরমার বিস্ফোরণ মনে হলেও পরে জানতে পারেন এটি রেললাইনে (Rail line) বিস্ফোরণ।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version