Thursday, November 13, 2025

আবেদন খারিজ অর্জুনের, করতে পারবেন আগাম জামিনের আবেদন

Date:

হাই কোর্টের নির্দেশে অস্বস্তিতে প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দায়ের করা এফআইআর (FIR) খারিজের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

সম্প্রতি নেপাল ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpur Police Commissionerate) বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১০ টি এফআইআর রুজু হয়। শুধু তাই নয়, একাধিক ইস্যুতে এপর্যন্ত মোট ৬১ টি মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। ওই সমস্ত এফআইআরকে চ্যালেঞ্জ করে এবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন (Arjun Singh)। শুক্রবার এফআইআর খারিজের আবেদন খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালত (Calcutta High Court) জানিয়েছে, অর্জুনের বিরুদ্ধে তদন্ত চলবে। বারাকপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর শর্মার (Murlidhar Sharma, IPS) অধীনে সিট (SIT) এই মামলার তদন্ত করবে। তবে আগাম জামিনের (interim bail) আবেদন করতে পারবেন বিজেপি নেতা।

আরও পড়ুন: হাই কোর্টের রায়ে বড়সড় ধাক্কা! খারিজ শুভেন্দুর রক্ষাকবচ, সরকার-দলের বক্তব্যকেই মান্যতা: মত তৃণমূলের

গত ২৬ মার্চ রাতে, জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গণ্ডগোল হয়েছিল। সেই খবর পেয়ে অর্জুন সিং কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে অর্জুনের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। পালটা ধাওয়া করেন তাঁরাও। তাতেই পালাতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ওই এলাকা। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’বার অর্জুন সিংকে তলব করে বারাকপুর পুলিশ। তবে তিনি হাজিরা দেননি। ভাটপাড়ার (Bhatpara) মজদুর ভবনে গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্তারা। জিজ্ঞাসাবাদের পরই ব্যক্তিগত কাজে অর্জুন সিং ভিনরাজ্যে চলে যান। সেই গুলি চালানো মামলায় বিপাকে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version