Monday, November 3, 2025

কার্বাইড গান ফাটাতে গিয়ে এবার চোখ নষ্টের আশঙ্কা মালদহের কিশোর-তরুণদের

Date:

কার্বাইড গান ফাটাতে গিয়ে এবার চোখ (Eye) নষ্টের আশঙ্কা মালদহে। কার্বাইড গান (Carbide Gun) ফাটাতে গিয়ে অন্তত ১০ জন কিশোর-তরুণ জখম। তাদের মধ্যে অনেকের দৃষ্টি হারানোর আশঙ্কা করছেন চিকিৎসকরা (Doctor)।

মালদহে (Maldah) গাজোলের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এক কিশোর শুক্রবার এক চক্ষু বিশেষজ্ঞর (Ophthalmologist) কাছে আসে। জানান, এক সহপাঠী কার্বাইড বন্দুক বানানোর সময় ভুলবশত কার্বাইডের অংশ তার চোখে লেগে যায়। এখন প্রবল অস্বস্তি চোখে। একই ভাবে আক্রান্ত হয়েছেন হবিবপুরের এক যুবকও। স্থানীয় যুবকের ছেলে কার্বাইড গানে আগুন ধরে যাওয়ায় তাতে হাত লেগে যায়। তার পরের থেকে ঝাপসা দেখেন তিনি।

জেলার এক চক্ষু বিশেষজ্ঞের কথায়, ক্যালসিয়াম কার্বাইড এবং জলের বিক্রিয়ায় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন তৈরি হয়। তার জেরে বিস্ফোরণ ঘটে। চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে। ফেটে বেরোনো ধাতব বা প্লাস্টিকের টুকরো চোখের রেটিনা পুড়িয়ে দেয়, যা অনেক সময় স্থায়ী ক্ষতি করে।

দীপাবলির আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘কার্বাইড গান’ (Carbide Gun) তৈরির ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে বাড়িতেই সেটা বানানোর চেষ্টা করে। ফলে তিন দিনে মধ্যপ্রদেশে ১২২-এরও বেশি শিশু জখম হয়েছে বলে সূত্রের খবর। সরাসরি চোখের ক্ষতি করছে এবং শিশুদের জন্য খুবই বিপদজনক।

কার্বাইড-ভিত্তিক এবং ইম্প্রোভাইজড বিস্ফোরক আতসবাজি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে চক্ষু বিশেষজ্ঞদের সংগঠন ‘অল ইন্ডিয়া অফথালমোলজিক্যাল সোসাইটি’। কেন্দ্র, রাজ্য এবং জেলা কর্তৃপক্ষের কাছে জরুরি আবেদন করেছে তারা।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version