Monday, November 3, 2025

কার্বাইড গান ফাটাতে গিয়ে এবার চোখ নষ্টের আশঙ্কা মালদহের কিশোর-তরুণদের

Date:

কার্বাইড গান ফাটাতে গিয়ে এবার চোখ (Eye) নষ্টের আশঙ্কা মালদহে। কার্বাইড গান (Carbide Gun) ফাটাতে গিয়ে অন্তত ১০ জন কিশোর-তরুণ জখম। তাদের মধ্যে অনেকের দৃষ্টি হারানোর আশঙ্কা করছেন চিকিৎসকরা (Doctor)।

মালদহে (Maldah) গাজোলের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এক কিশোর শুক্রবার এক চক্ষু বিশেষজ্ঞর (Ophthalmologist) কাছে আসে। জানান, এক সহপাঠী কার্বাইড বন্দুক বানানোর সময় ভুলবশত কার্বাইডের অংশ তার চোখে লেগে যায়। এখন প্রবল অস্বস্তি চোখে। একই ভাবে আক্রান্ত হয়েছেন হবিবপুরের এক যুবকও। স্থানীয় যুবকের ছেলে কার্বাইড গানে আগুন ধরে যাওয়ায় তাতে হাত লেগে যায়। তার পরের থেকে ঝাপসা দেখেন তিনি।

জেলার এক চক্ষু বিশেষজ্ঞের কথায়, ক্যালসিয়াম কার্বাইড এবং জলের বিক্রিয়ায় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন তৈরি হয়। তার জেরে বিস্ফোরণ ঘটে। চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে। ফেটে বেরোনো ধাতব বা প্লাস্টিকের টুকরো চোখের রেটিনা পুড়িয়ে দেয়, যা অনেক সময় স্থায়ী ক্ষতি করে।

দীপাবলির আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘কার্বাইড গান’ (Carbide Gun) তৈরির ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে বাড়িতেই সেটা বানানোর চেষ্টা করে। ফলে তিন দিনে মধ্যপ্রদেশে ১২২-এরও বেশি শিশু জখম হয়েছে বলে সূত্রের খবর। সরাসরি চোখের ক্ষতি করছে এবং শিশুদের জন্য খুবই বিপদজনক।

কার্বাইড-ভিত্তিক এবং ইম্প্রোভাইজড বিস্ফোরক আতসবাজি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে চক্ষু বিশেষজ্ঞদের সংগঠন ‘অল ইন্ডিয়া অফথালমোলজিক্যাল সোসাইটি’। কেন্দ্র, রাজ্য এবং জেলা কর্তৃপক্ষের কাছে জরুরি আবেদন করেছে তারা।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version