Tuesday, November 11, 2025

নদীপথে দূষিত রাসায়নিক! দিল্লি দূষণের ছায়া চেন্নাইতে, আশঙ্কায় ৫০০ মৎস্যজীবী পরিবার

Date:

যমুনার পথে কারখানার রাসায়নিক থেকে প্রবল দূষণের ছবি যেন এখন সারাবছরের বাস্তব ছবি হয়ে দাঁড়িয়েছে। দিল্লিতে ক্ষমতা বদলেও বদলায়নি যমুনার ভাগ্য়। তবে শুধুমাত্র উত্তর ভারতের দিল্লি (Delhi) নয়। রাসায়নিক দূষণে (chemical pollution) কীভাবে দেশের নদীগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ছবি ধরা পড়ল চেন্নাই (Chennai) সমুদ্রতটে। নদী বাঁধের জল উপচে পড়তেই কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ল দূষিত রাসায়নিক ফেনা (chemical foam)। যার ফলে আশঙ্কায় স্থানীয় প্রায় ৫০০ মৎস্যজীবী (fishermen) পরিবার।

শীতের আগেই এবছর ফের দূষণের থাবা রাজধানী দিল্লিতে। দিওয়ালি (Diwali) পেরোতেই দিল্লির দূষণের সূচক ‘খুব খারাপ’-এর নিচেই নামছে না। সবচেয়ে খারাপ পরিস্থিতি এই মুহূর্তে আনন্দ বিহারের। সেখানে বায়ুর গুণমান সূচক (AQI) ৪১৫, যা ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত। মোট সাতটি পর্যবেক্ষণ কেন্দ্রে একিউআই ‘খুব খারাপ’ শ্রেণিতে রেকর্ড করা হয়েছে। একইভাবে দূষণের শিকার যমুনা (Yamuna)। ছটপুজোর আগে দিল্লির গুরুত্বপূর্ণ ঘাটগুলি দ্রুততার সঙ্গে দূষণমুক্ত করার কাজ করা হলেও, নদীর সামগ্রিক দূষণ (toxic foam) নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব।

উত্তর ভারতে যখন দূষণের এই ছবি, তখন একইভাবে দূষণের শিকার তামিলনাড়ুর চেন্নাই (Chennai)। সম্প্রতি অত্যধিক বৃষ্টিতে উপচে পড়েছে চেমবরমবক্কম বাঁধের জল। তার ফলে অতিরিক্ত জল বয়ে গিয়েছে কুউম নদী দিয়ে। সেই নদী যেখানে পাট্টিনাপ্পক্কম এলাকায় সমুদ্রে মিশেছে সেখানে দেখা যায় নদীর বয়ে আনা বিষাক্ত ফেনা। পাট্টিনাপ্পক্কম থেকে শ্রীনিবাসপুরম পর্যন্ত প্রায় দু কিলোমিটার সমুদ্রতট ভরে যায় কুউম নদীর (Cooum river) বয়ে আনা বিষাক্ত রাসায়নিক ফেনায় (chemical foam)।

আরও পড়ুন: দীপাবলির দ্বিতীয় দিনেও লাগামছাড়া দূষণ: দিল্লিতে জারি নিষেধাজ্ঞা

রাসায়নিক ফেনা (toxic foam) এভাবে জমা হওয়ার পর থেকেই চিন্তায় এলাকার প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার। এই এলাকায় মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। সমুদ্রের জলে এভাবে রাসায়নিক মেশায় নদীতে মাছের পরিমাণ কমে গিয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীরা বিভিন্ন ত্বকের সমস্যায় পড়েছেন। তাঁরা প্রশাসনের দ্বারস্থ হন। তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে রাসায়নিক নদীতে বয়ে আসা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version