Saturday, November 1, 2025

জন্মদিনের কেক কাটবে দলিত ছেলে! পিটিয়ে খুন যোগীরাজ্যে

Date:

ফের যোগীরাজ্যে (BJP Ruled state Uttar Pradesh) দলিত কিশোরকে পিটিয়ে খুন! গ্রেটার নয়ডার রাবুপুরায় অনিকেত জাটবের(১৭) মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত গত ১৫ অক্টোবর রাতে, অনিকেতের জন্মদিনে একদল ব্যক্তি তাকে পিটিয়ে গুরুতর আহত করে। গত এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
১৫ অক্টোবর বুধবার অনিকেত জন্মদিনের কেক কাটছিল। কিন্তু তখনই একদল ‘উঁচুজাতে’র লোক এসে অনিকেতের উপর হামলা করে। তাঁদের বলতে শোনা যায় “তেরা আউকাত কেয়া হ্যায়?” অনিকেতের কাকা সুমিত জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিল। জন্মদিনের দিন তাঁরা এসে অনিকেতকে বেধড়ক মারধর করে।পুলিশ জানায়, অনিকেত ও তার কাকা সুমিত কুমারকে মীনা সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি লাঠি ও রড দিয়ে প্রচণ্ড মারধর করে। ঘটনার ৪দিন পরে ১৯ অক্টোবর দু’জন অভিযুক্ত যুবরাজ মীনা ও জিতু মীনাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার, পুলিশ আরও দুইজন রাচিত ও অঙ্কিতকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে আগে বিরোধ ছিল, তবে তার কারণ এখনও জানা যায়নি। আরও পড়ুন: ছত্তিশগড়ে বড় সাফল্য মাও-দমনে, আত্মসমর্পণ ২১ মাওবাদীরএদিকে, স্থানীয় বিধায়ক ধীরেন্দ্র সিং শুক্রবার সকালে অনিকেতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। তবে বারবার ডবল ইঞ্জিন সরকারের রাজ্য দলিত নিপীড়ন, ধর্ষণ নতুন ঘটনা নয়। তাই মুখ্যমন্ত্রীর ন্যায়বিচারের আশ্বাস কতটা বাস্তবায়িত হবে তার উপর প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Related articles

বাদ যাবে এক কোটি মতুয়ার নাম! অনশনের হুঁশিয়ারি সাংসদ মমতাবালা ঠাকুরের

যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন তাতে রাজ্যের একটি বড় অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম...

মিলেছে পরিশ্রমের ফল, UPSC পরীক্ষায় দেশের মধ্যে সপ্তদশ স্থান অধিকার রায়গঞ্জের মনীষার

ইউপিএসসি (UPSC) পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তদশ স্থান অর্জন করে সকলের নজর কেড়েছেন রায়গঞ্জের কলেজপাড়ার মেয়ে মনীষা...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন।...
Exit mobile version