Wednesday, November 5, 2025

ছাপিয়ে গেলেন বিধান রায়কে: মুখ্যমন্ত্রিত্বের নতুন রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু বাধা, কুৎসার মুখেও মানুষের জন্য নানা প্রকল্প এনে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করেছেন। তাঁর সাফল্যের ঝুলিতে যুক্ত হয়েছে বিশ্বের স্বীকৃতিও। তবে এবার তাঁর মুখ্যমন্ত্রিত্বের (Chief Minister) মুকুটে জুড়ল নতুন পালক। দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী পদে থাকার ক্ষেত্রে ছাপিয়ে গেলেন বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) রেকর্ড। বর্তমানে তিনিই রাজ্যের দ্বিতীয় দীর্ঘ সময়ের (second longest) মুখ্যমন্ত্রী। সোমবার সেই মাইল ফলক ছুঁলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

স্বাধীনতা পরবর্তী যুগে দীর্ঘ সময় বাংলার মুখ্যমন্ত্রীর পদে ছিলেন বিধানচন্দ্র রায়। বাংলার রূপকার হিসাবে ভারতরত্ন বিধান রায় ১৯৪৮ সালের ২৩ জানুয়ারি থেকে ১৯৬২ সালের ১ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। সেই হিসাবে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদকাল ১৪ বছর ১৫৯ দিন।

আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী! সফল ট্রায়াল রান, সোমবার খুলে যাচ্ছে দুধিয়া সেতু 

সোমবার সেই রেকর্ড পার করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ১৪ বছর ১৬০ দিন পূরণ করলেন তিনি। অর্থাৎ জ্যোতি বসুর (Jyoti Basu) পরে দ্বিতীয় দীর্ঘ সময়ের (second longest) মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ধারে ভারে কোনও বিরোধী রাজনৈতিক দলই তৃণমূলের সমকক্ষ নয়। কার্যত আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর আসনে চতুর্থবারের জন্য বসা সময়ের অপেক্ষা। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে উঠে আসাও তাঁর জনমুখী নেতৃত্বের হাত ধরে সফল হবে, আশাবাদী তৃণমূল কর্মী-সমর্থকরা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version