Sunday, November 2, 2025

ইন্দোরের ঘটনায় ভুল ক্রিকেটারদের! কৈলাসের মন্তব্যের তীব্র সমালোচনা তৃণমূলের

Date:

ইন্দোরে লজ্জাজনক ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র। বিশ্বকাপ খেলতে এসে অশালীন আচরণের শিকার হন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এই ঘটনার জন্য ঘুরিয়ে ক্রিকেটারদেরই দায়ী করলেন বিজেপি নেতা।

খেলোয়াড়রা হঠাৎ কাউকে না জানিয়ে হোটেল থেকে বেরিয়ে যায় – এমনকী তারা তাদের কোচকেও বলেনি, এই নিয়ে সমালোচনা করেছেন কৈলাস।

কৈলাস বলেছেন, “যখনই কোনও খেলোয়াড় কোথাও যান, এমনকী যখন আমরাও বাইরে কোথাও যাই, সর্বদা একজন স্থানীয় ব্যক্তিকে অবহিত করি। আমি মনে করি, এই ঘটনা একজন খেলোয়াড়কেও মনে করিয়ে দেবে যে ভবিষ্যতে যদি ভেন্যু ছেড়ে যাই, তবে যাওয়ার আগে নিরাপত্তাকর্মী কিংবা স্থানীয় প্রশাসনকে অবহিত করব। কারণ ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে বিশাল উন্মাদনা রয়েছে।”

 

ভারতে এক দিনের বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হতে হয় দুই মহিলা খেলোয়াড়কে। শনিবার নিজেদের হোটেল থেকে বেরিয়ে সামনে একটি ক্যাফেতে যাচ্ছিলেন ওই দুই খেলোয়াড়। হঠাৎ তাঁদের সামনে এসে বাইক থামিয়ে দাঁড়ায় এক যুবক। দুই ক্রিকেটারের শ্লীলতাহানি করে ওই যুবক বলে অভিযোগ। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

কৈলাসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লিখেছেন, “মধ্যপ্রদেশ। বিজেপির মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় ভাষা দেখুন। ওঁদের শহরে দুই মহিলা অস্ট্রেলীয় ক্রিকেটারের শ্লীলতাহানি; আর উনি বলছেন খেলোয়াড়দের বলে বেরনো উচিত। এই হল বিজেপির মানসিকতা। দুঃখপ্রকাশের বদলে ওঁরা দোষারোপ করছেন। ডবল ইঞ্জিন রাজ্যে মহিলাদের ‘বলে বেরোতে হয়।’ এঁরা বাংলায় জ্ঞান দিতে আসেন!!!”

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version