অবসর জল্পনা বা বাদ পড়ার গুঞ্জনকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি(Virat Kohli and Rohit Sharma। অস্ট্রেলিয়া সফর শুরুর আগে রোহিত বিরাটের সঙ্গে গুরু গম্ভীরের সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছিল। কিন্তু সিডনিতে অসামান্য ব্যাটিংয়ের পর গম্ভীর কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হলেন রোহিত।

তৃতীয় একদিনের ম্যাচে জয়ের পর ভারতীয় দলের সাজঘরের ভিডিও প্রকাশ্যে এনেছে বিসিসিআই। গম্ভীরকে বলতে শোনা যায়, “ শুভমান ও রোহিত ব্যাটিং ইনিংসের সূচনাটা ভালোভাবে করেন। তারাই জয়ের ভিত তৈরি করেছিল। পরে রোহিত ও কোহলির জুটি অসাধারণ। ওরা খেলা শেষ করেছে।শতরানকারী রোহিতের কথা আলাদা করে বলতেই হবে। কোহলি ও রোহিতের কথা আলাদাভাবে বলতে হবে। রান তাড়া করতে নেমে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

গম্ভীর এখানেই থেমে না থেকে আরও বলেন, “রোহিত-বিরাট যে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে এসেছে, এটাই দলের সবচেয়ে প্রাপ্তি। রান তাড়া করার ক্ষেত্রে আমরা কতটা ভালো, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি।”

:টান টান উত্তেজনার ম্যাচ, বার্সাকে হারিয়ে পয়েন্ট তালিকায় উন্নতি রিয়ালের

বিরাট কোহলি ও রোহিত শর্মা যে অস্ট্রেলিয়ায় শেষ ম্যাচ খেলে ফেলেছেন সেটা এক প্রকার স্পষ্ট। রোহিত-বিরাটে মুগ্ধ অস্ট্রেলিয়ান চ্যানেলের ধারাভাষ্যকার জেরার্ড হোয়াটলিও। তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আরেক প্রবীণ ধারাভাষ্যকার পিছনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কিছুতেই তাঁর চোখের জল বাঁধ মানছিল না।

–

–

–

–


