Saturday, November 8, 2025

ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

ডিজিটাল প্রতারণা ও ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর একাধিক ঘটনায় এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে জানিয়েছে, সারা দেশে তদন্ত চালাতে সিবিআই-কে (CBI) দায়িত্ব দেওয়া যেতে পারে। আদালত মনে করছে এই ধরণের অপরাধের পিছনে আন্তর্জাতিক চক্রও থাকতে পারে। মায়ানমার, থাইল্যান্ড বা ভারতের বাইরে অন্যত্র এই জাল প্রসারিত থাকতেই পারে।

বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই বিষয়ে জানিয়েছে, ডিজিটাল অ্যারেস্ট মামলাগুলিতে আলাদা ভাবে তদন্তের প্রয়োজন। অপরাধীরা দেশজুড়ে ছড়িয়ে আছে বলেই মনে করা হচ্ছে কিংবা সীমান্তের ওপার থেকেও গোটা বিষয়টা পরিচালিত হতে পারে। তাই সিবিআই-এর হাতে তদন্ত ছাড়া বিকল্প নেই। প্রয়োজনে সিবিআইকে অতিরিক্ত সাইবার বিশেষজ্ঞ সরবরাহ করা হবে। আদালত নিজে এই তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে জরুরি নির্দেশ জারি করা হবে। পরবর্তী শুনানি নভেম্বর ৩।

প্রাথমিকভাবে হরিয়ানার আম্বালা জেলার এক প্রবীণ দম্পতির মামলা সিবিআই-এর হাতে তুলে দিয়েছে আদালত। ওই দম্পতি ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পা দেন। ১৬ দিন ধরে ভয় দেখানো হয়েছিল তাদের। প্রতারকেরা নকল সুপ্রিম কোর্টের আদেশ এবং তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার ভুয়ো স্বাক্ষর দেখিয়ে তাঁদের কাছ থেকে ১.৫ কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ দায়ের করা হয়।

আদালত এদিন ক্ষুব্ধ হয়েই জানিয়েছে এই ধরনের ঘটনায় কিছুই সমাধান করা হচ্ছে না। মানুষ সময়ের সাথে সিস্টেমের উপর বিশ্বাস হারাচ্ছে। তাই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নিজেদের রাজ্যের ডিজিটাল প্রতারণার তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই-এর পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে জানিয়েছেন বহু ঘটনার সূত্র মায়ানমার ও থাইল্যান্ডে পাওয়া যায়। এই সমস্যার পরিধি সাধারণ মানুষের ধারণার চেয়েও অনেক বড়। সমস্ত মামলা সিবিআই-এর হাতে তুলে দিলে তদন্তে দেরি হবে। ইতিমধ্যেই সিবিআই কিছু আন্তর্জাতিক সাইবার অপরাধের তদন্তে লিপ্ত আছে। থাইল্যান্ড বা মায়ানমারের মতো দেশ থেকে অপরাধ হলে ইন্টারপোল ও বিদেশি পুলিশের সঙ্গে যোগাযোগ দরকার। তাই বিষয়টি খুব সহজে সমাধান হবে না। আদালতও এই বিষয়টিকে মান্যতা দিয়ে এদিন জানিয়েছে এই ধরনের অপরাধ সিস্টেমের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। তাই কড়া পদক্ষেপ জরুরি।

আরও পড়ুন- ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে ৭কিমি রাস্তা যেতে ৩ ঘণ্টা পার! অন্তঃসত্ত্বার ভরসা গরুর গাড়ি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version