Monday, November 3, 2025

বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার প্লেনের পাশেই বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ৩-এর কাছে একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। নিমেষের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। এদিকে সেই সময়ে অদূরেই দাঁড়িয়ে ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। স্বাভাবিকভাবেই হঠাৎ এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুন নেভাতে বিমানবন্দরের নিজস্ব দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময়ে বাসে কোনও যাত্রী ছিলেন না বলেই বড় কোন দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

এয়ার ইন্ডিয়া স্যাটস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড পরিচালিত ওই বাসে কী ভাবে আগুন লাগল সেটা জানতে তদন্ত করছে SATS। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিটের ফলেই এই বিপত্তি। পুলিশের তরফে খবর সেই সময় ওই বাসে কোনও যাত্রী বা লাগেজ ছিল না। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGIA) কাজের দায়িত্বে থাকা সংস্থা দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (DIAL) এটিকে ‘অপ্রত্যাশিত ঘটনা’ বলে জানিয়েছে। নিজেদের এক্স হ্যান্ডেল পোস্টে তাঁরা লিখেছে, ‘একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজ। এদিন দুপুর নাগাদ গ্রাউন্ড হ্যান্ডলারের দায়িত্ব থাকা একটি বাসে আগুন লেগে যায়। আমাদের বিশেষজ্ঞ ARFF টিম আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। আমাদের যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দিল্লি বিমানবন্দরে তিনটি টার্মিনাল এবং চারটি রানওয়ে রয়েছে। বছরে ১০ কোটিরও বেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। ২০১০ সালে দুর্ঘটনাস্থল টার্মিনাল-৩ চালু হয়। বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবন্দরের টার্মিনালে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন- SIR-এর আড়ালে বাংলায় NRC ষড়যন্ত্র: ব্রিগেডেই না কি মেগা সভা করে তীব্র প্রতিবাদ! জোর চর্চা তৃণমূলের অন্দরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version