Wednesday, December 17, 2025

চন্দননগরে ভেঙে পড়ল সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপ, মন্ত্রী ইন্দ্রনীলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে পরিস্থিতি

Date:

চন্দননগরে (Chandannagar) ভেঙে পড়লো সব থেকে বড় জগদ্ধাত্রী মণ্ডপ! মঙ্গলবার ঘূর্ণিঝড়ের প্রকোপে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে কানাইলাল পল্লির মণ্ডপের একটা অংশ। ঘটনায় ৭ জন জখম বলে প্রাথমিকভাবে খবর। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় ওই মণ্ডপ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য প্রসিদ্ধ। মঙ্গলবার পুজোর সপ্তমী। মণ্ডপ প্রতিমা দেখতে সকাল থেকেই দর্শনার্থীরা ভিড় করেছেন। তার মধ্যেই আকস্মিক ঝড়ের কারণে ঘটে গেল বড় বিপর্যয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কানাইলালপল্লি এলাকায়। খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে যান চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার। তাঁদের তৎপরতায় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ হয়।

বঙ্গোপসাগরে ঘণীভূত ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। অন্ধ্রপ্রদেশে ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বলে জানিয়েছেন আবহবিদরা। সরাসরি না পড়লেও বাংলার উপকূল এলাকা ও উত্তরবঙ্গে মন্থার প্রভাব পড়বে বলে খবর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার থেকে বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। এদিন দুপুরের পর থেকে আবহাওয়ার বদল ঘটতে শুরু করে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি চলতে থাকে। কানাইলালপল্লির ওই মণ্ডপ এবার অন্যতম আকর্ষণ ৭৫ ফুটের ফাইবারের জগদ্ধাত্রীর মূর্তি। স্বভাবতই ওই পুজো মণ্ডপ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। দুপুরের পর ঝড়বৃষ্টিতে কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বিশাল বড় মূর্তি। ভেঙে পড়ে মণ্ডপের একাংশ। এত উঁচু প্যান্ডেল হওয়ায় দমকা হাওয়ায় পড়ে যায়। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আহতদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে যান ইন্দ্রনীল সেন (Indranil Sen) ও চন্দননগরের পুলিশ পুলিশ কমিশনার। তাঁদের তৎপরতায় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ হয়।

আহত এক ব্যক্তি হাসপাতালের বেডে শুয়েই বলেন, “জাজমেন্টে গিয়েছিলাম আমরা। হঠাৎ দেখি হাওয়া দিচ্ছে। বলতে বলতে দেখি প্যান্ডেল হেলে যাচ্ছে। আমরা তো প্রাণপণে ছুট লাগাই। অত বড় স্ট্রাকচার। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।”

আরও পড়ুন: পার্কস্ট্রিটে ধর্ষণকাণ্ডে জেল খাটা আসামির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

ঘটনাস্থলে যান চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীও। তিনি বলেন, “দুপুরের দিকে ঝোড়ো হাওয়ায় কানাইলাল পল্লির প্যান্ডেল ভেঙে যায়। কপাল ভালো কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। যদিও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ, দমকল, সিভিল ডিফেন্স, কর্পোরেশনের তৎপরতায় তড়িঘড়ি পরিস্থিতি সামলানো গিয়েছে। ভিতরে কেউ ছিলেন না।”

Related articles

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...
Exit mobile version