Saturday, November 1, 2025

বাবা-ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়: বিজেপি নেতারা প্রচারে এলে দাওয়াই বাতলে দিলেন অভিষেক

Date:

SIR ঘোষণার পরেই NRC আতঙ্কে আগরপাড়ায় (Agarpara) আত্মঘাতী হন প্রদীপ করের (Pradip Kar)। বুধবার, মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর স্পষ্ট নির্দেশ, “এলাকায় বিজেপির নেতারা এলে তাঁদের ঘিরে ধরবেন, বেঁধে রাখবেন। জানতে চাইবেন- ‘বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপরে প্রচার করতে আসবি’।”

এদিন দুপুরে আগরপাড়ায় (Agarpara) বছর সাতান্নর প্রৌঢ়ের বাড়ি যান অভিষেক। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh) ও রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক (Patha Bhowmik)। সেখানে প্রদীপ করের আত্মীয়দের সঙ্গে দেখা করার পরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “আমি লজ্জিত, একটা রাজনৈতিক দল এতটা নীচে নামতে পারে! প্রদীপবাবু পরিষ্কারভাবে লিখে গেছেন, ‘আমরা মৃত্যুর জন্য দায়ী এনআরসি’, এরপরও বিজেপি রাজনীতি করছে।” এর পরেই অভিষেকের (Abhishek Banerjee) বার্তা, “এলাকায় বিজেপির নেতারা এলে তাঁদের ঘিরে ধরবেন, বেঁধে রাখবেন, জানতে চাইবেন- ‘বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপরে প্রচার করতে আসবি’।”
আরও খবর:বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর: স্লোগান বেঁধে বৃহস্পতিবার মিছিলের ডাক অভিষেকের

তবে, একই সঙ্গে স্পষ্টভাষায় সতর্ক করে অভিষেক জানান, কারও গায়ে যেন হাত তোলা না হয়। বলেন, “বেঁধে রাখবেন, গায়ে হাত দেবেন না। আমরা কারও গায়ে হাত তোলায় বিশ্বাসী না।”

অভিষেক উল্লেখ করেন, একই আতঙ্কে কোচবিহারের দিনহাটায় আরও এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছে। এর পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আশ্বাস দেন, আমরা থাকতে বাংলায় এনআরসি বা এসআইআরের নাম করে একজন প্রকৃত ভোটারের নাম বাদ দিতে দেব না। অভিষককে পাশে পেয়ে কিছুটা স্বস্তিতে মৃতের পরিবার।

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...
Exit mobile version