Monday, November 3, 2025

মাত্র ১৪ বছর বয়সে অভিনেতা আরশাদ ওয়ারসি তাঁর বাবা-মাকে হারিয়েছেন। এবার এক সাক্ষাৎকারে আরশাদ মায়ের স্মৃতি রোমন্থন করলেন এবং জানালেন অতীতের কথা। আরশাদ জানিয়েছিলেন তাঁর পরিবারের সঙ্গে শৈশবের খুব বেশি স্মৃতি তাঁর নেই। তিনি তাঁর ছোটবেলার বেশিরভাগ সময়টা বোর্ডিং স্কুলে কাটিয়েছেন। তিনি বলেন, পরিবারের চেয়ে তিনি স্কুলকে বেশি মিস করেন। ৮ বছর বয়সে বোর্ডিং স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি।

তবে সবকিছুর মাঝে তিনি জানান এখনও মায়ের কথা মনে পড়ে তাঁর। মৃত্যুর আগে শেষ সময়ের স্মৃতিটা অত্যন্ত ভয়াবহ ছিল তাঁর। বাবার মৃত্যুর পরে তাঁর মায়েরও কিডনি নষ্ট হয়ে যায়। অভিনেতার মা গৃহবধূ ছিলেন এবং খুব ভালো রান্না করতেন। ডাক্তাররা বলেছিলেন, তাঁকে বেশি জল না দিতে। কিন্তু তিনি বারবার জল চাইতেন। মৃত্যুর আগের রাতে তিনি অভিনেতাকে জলের জন্য ডেকেছিলেন। কিন্তু পাননি। সেই রাতেই তিনি মারা যান।

এই বিষয়টা আরশাদের মনে দাগ কাটে। অদ্ভুত এক দ্বন্দ্ব! তিনি মনে করেন তখন যদি তিনি মাকে জল দিতেন তা হলেও তিনি মারা যেতেন। সে ক্ষেত্রে অন্তত সারাজীবন হয়ত এই অপরাধবোধ থাকত না যে শেষ জলটুকুও তিনি মাকে দেন নি। তবে সেই ক্ষেত্রে এটাও মনে হত জল দিয়েছিলেন বলেই হয়তো মা মারা গেলেন। সময়ের সাথে আরশাদ এখন আর এই ব্যাপারে নিজেকে দোষ দেন না। তবে তিনি মনে করেন যে তাঁর মাকে জল দেওয়া উচিত ছিল। তিনি স্পষ্ট বলেন, ‘এখন আমার মনে হয় আমার মাকে জল দেওয়াটা উচিত ছিল। আমি তখন অনেক ছোট। ডাক্তারের কথা শুনব বলেই ভেবেছিলাম। এখন ভাবি কেন ঠিক করে সিদ্ধান্ত নিতে পারি নি।’

প্রসঙ্গত, তিনি জানান তাঁর বাবা-মা মারা যাওয়ার পরে তিনি খুব একটা কাঁদেননি। নিজের মনের সাথে লড়াই করেই একজন সফল পুরুষের মতো আচরণ করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয় নি, কয়েক সপ্তাহ পরে যখন তিনি বুঝতে পারলেন বাবা-মা আর ফিরবে না কোনদিন তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি আজও মনে করেন জীবনের প্রাথমিক শিক্ষা যাঁদের হাত ধরে হয় সেই বাবা মা মৃত্যুর পর তাঁকে প্রকৃত শিক্ষা দিয়ে গিয়েছেন।

আরও পড়ুন – নয়া উদ্যোগ রাজ্যের, কৃষকদের আয় বাড়াতে তৈরি হচ্ছে ১০টি ফসলভিত্তিক হাব

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version