প্রযুক্তি আর ভক্তির মেলবন্ধনে এবার এক নতুন অধ্যায় রচনা হল কৃষ্ণনগরের চাষাপাড়ায়। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমা বুড়িমার পুজো। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতি ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ল স্থানীয় বাসিন্দারা।

বিকেল পাঁচটার কিছু পরেই বড় পর্দায় মুখ্যমন্ত্রীর ছবি ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই উলুধ্বনি, শঙ্খধ্বনি আর করতালিতে মুখরিত হয়ে ওঠে বুড়িমা তলা। উপস্থিত ভক্তদের উচ্ছ্বাসে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে কলকাতা থেকে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর বুড়িমা তলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, পাশাপাশি অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরাও।

প্রায় এক ঘণ্টা আগে থেকেই প্রশাসনের শীর্ষ কর্তারা বুড়িমা তলায় উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন দেখার জন্য এলাকাবাসীরা সকাল থেকেই জমায়েত হন। সবার চোখে মুখে ছিল আনন্দ ও গর্বের ছাপ। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগেই আজ রাজ্যের প্রতিটি জেলা উন্নয়নের পথে। জগদ্ধাত্রী পুজো আমাদের সংস্কৃতির অংশ, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমাদের অনুপ্রেরণা।” চাষাপাড়ার বুড়িমা পুজো প্রতি বছরই রাজ্যজুড়ে আলোচনায় থাকে। এবছর মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন সেই ঐতিহ্যে যোগ করল আরও এক নতুন মাত্রা।

আরও পড়ুন – গরুমারা ও চাপরামারির ইকো সেনসিটিভ জোনে নজরদারি কমিটি গঠন রাজ্যের

_

_

_

_

_
_
_


