Saturday, November 1, 2025

‘বাংলাদেশি’ তকমায় আতঙ্ক শ্রমিকের! দিল্লি থেকে ফিরে মৃত্যু

Date:

বাংলায় (Bengali) কথা বলার অপরাধে ‘বাংলাদেশি’ তকমা! দিল্লি (Delhi) থেকে এই অভিযোগে তাড়িয়ে দেওয়া হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক পরিবারকে। সেই অপমান, আতঙ্ক ও আর্থিক অনিশ্চয়তার মধ্যেই হৃদরোগে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সন্তোষ দাস (৫৫)।

বহরমপুর পুরসভার দয়ানগরের শিবনগর রোডের বাসিন্দা ছিলেন সন্তোষবাবু। দীর্ঘ ১৫-২০ বছর ধরে দিল্লিতে রঙের মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি ও তাঁর পরিবার। দিল্লির যমুনা বিহার এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। স্ত্রী পাতা দাস পরিচারিকার কাজ করতেন। ছেলে মিঠুন দাস যেতেন হাউসকিপিংয়ের কাজে। অভিযোগ, প্রায় আড়াই মাস আগে স্থানীয় পুলিশ তাঁদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেন। বৈধ পরিচয়পত্র দেখিয়েও হেনস্তার শিকার হন তাঁরা। শেষপর্যন্ত প্রাণভয়ে স্ত্রী ও পুত্রকে নিয়ে মুর্শিদাবাদের বাড়িতে ফিরে আসেন সন্তোষ দাস। স্ত্রী পাতা দাসের কথায়, “সব কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশি বলা হয়েছে। দিল্লিতে কাজ করে কোনও রকমে সংসার চলছিল। এখানে ফিরে আসার পর স্বামী সব সময় চিন্তায় থাকতেন — সংসার কীভাবে চলবে?” আরও পড়ুন: ব্লু লাইন মেট্রোতে পুরনো গেট বদলানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

প্রায় ১০ দিন আগে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সেখানেই মৃত্যু হয় সন্তোষ দাসের। পরিবারের পাশে দাঁড়িয়েছে বহরমপুর পুরসভা। মৃতের শ্রাদ্ধের খরচ বহনের পাশাপাশি আর্থিক সাহায্য দেওয়া হয়েছে পুরসভার তরফে। পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, “বিজেপি বলে তারা মুসলিমবিরোধী দল। অথচ বহরমপুরের হিন্দু শ্রমিক সন্তোষ দাসের পরিবারকে দিল্লিতে অবাঙালিরা ‘বাংলাদেশি’ বলে অত্যাচার করেছে। এর জবাব মানুষই দেবে।”

Related articles

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং...

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...
Exit mobile version