Thursday, December 18, 2025

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘পিংক অক্টোবর’ পালন মোহনবাগানের 

Date:

Share post:

ক্যান্সার (Cancer) মানেই মৃত্যু নয় কিছু ক্যান্সার অবশ্যই নিরাময়যোগ্য। শুধু প্রয়োজন সচেতনতা আর সঠিক সময় সঠিক চিকিৎসা।বেঁচে থাকার জন্য ঘরে বাইরে কঠিন লড়াই, তবে শরীরের ভেতরে প্রত্যেক দিন বাড়তে থাকা কর্কট রোগের সংক্রমণের যুদ্ধ যেন সবকিছুকে ছাপিয়ে যায়। বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্তদের জীবনকাহিনী শুনে-দেখে স্তব্ধ হয়ে যেতে হয়। ক্যান্সারের যন্ত্রণা কঠিন ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের মতো রোগ সারিয়ে তোলা সম্ভব। তাই সেই সচেতনতা বাড়াতে ‘উইন ওভার ব্রেস্ট ক্যানসার’ (Win over Breast cancer)বার্তা সামনে রেখে গোটা বিশ্বে ‘পিংক অক্টোবর’ (Pink October) পালন করা হচ্ছে।

এই মহান উদ্যোগে ময়দানের প্রথম ক্লাব হিসেবে শামিল হল মোহনবাগান (Mohun Bagan)। সবুজ মেরুন তাঁবু সাজিয়ে দেওয়া হয়েছে গোলাপি আলোয়। অক্টোবর মাসের শেষ চারদিন ক্লাবে পালিত হবে ‘পিংক অক্টোবর’ (Pink October)।

আইএফএ শিল্ড জয়ের আনন্দে একদিকে যখন পালতোলা নৌকার সমর্থকদের মনে খুশির জোয়ার, অন্যদিকে আবার সুপার কাপের লড়াইয়েও প্রতি মুহূর্তে নজর থাকছে। এসবের মাঝেও মানবিকতার উদাহরণ তৈরি করতে এতটুকু ভুল হল না শতাব্দি প্রাচীন ভারতীয় ফুটবল ক্লাবের। ব্রেস্ট ক্যান্সার যে নিরাময়যোগ্য সেই বার্তা দেওয়া এবং ক্যান্সারকে হারিয়ে জনরা সুস্থ হয়েছেন, তাঁদের লড়াইকে কুর্নিশ জানাতে এই ‘পিংকি অক্টোবর’ পালন করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডা. দীপ্তেন্দ্রকুমার সরকার মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকে এই কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। সেইমতো মোহনবাগান ক্লাব, তাঁবু ,লন সেজে উঠেছে গোলাপি আলোর সাজে।

দেশে-বিদেশে এই ধরনের উদ্যোগ নেওয়া হলেও কোনও ভারতীয় ক্লাবের মধ্যে থেকে সম্ভবত প্রথমবার এই কাজ করে দেখিয়েছে সবুজ মেরুন দল। কলকাতা ময়দানেও এই উদ্যোগ প্রথম। প্রিয় দলের এই উদ্যোগে খুশি সমর্থক থেকে ক্রীড়াপ্রেমীরা। চিকিৎসকরাও সাধুবাদ জানিয়েছেন।

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...