Friday, January 16, 2026

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘পিংক অক্টোবর’ পালন মোহনবাগানের 

Date:

Share post:

ক্যান্সার (Cancer) মানেই মৃত্যু নয় কিছু ক্যান্সার অবশ্যই নিরাময়যোগ্য। শুধু প্রয়োজন সচেতনতা আর সঠিক সময় সঠিক চিকিৎসা।বেঁচে থাকার জন্য ঘরে বাইরে কঠিন লড়াই, তবে শরীরের ভেতরে প্রত্যেক দিন বাড়তে থাকা কর্কট রোগের সংক্রমণের যুদ্ধ যেন সবকিছুকে ছাপিয়ে যায়। বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্তদের জীবনকাহিনী শুনে-দেখে স্তব্ধ হয়ে যেতে হয়। ক্যান্সারের যন্ত্রণা কঠিন ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের মতো রোগ সারিয়ে তোলা সম্ভব। তাই সেই সচেতনতা বাড়াতে ‘উইন ওভার ব্রেস্ট ক্যানসার’ (Win over Breast cancer)বার্তা সামনে রেখে গোটা বিশ্বে ‘পিংক অক্টোবর’ (Pink October) পালন করা হচ্ছে।

এই মহান উদ্যোগে ময়দানের প্রথম ক্লাব হিসেবে শামিল হল মোহনবাগান (Mohun Bagan)। সবুজ মেরুন তাঁবু সাজিয়ে দেওয়া হয়েছে গোলাপি আলোয়। অক্টোবর মাসের শেষ চারদিন ক্লাবে পালিত হবে ‘পিংক অক্টোবর’ (Pink October)।

আইএফএ শিল্ড জয়ের আনন্দে একদিকে যখন পালতোলা নৌকার সমর্থকদের মনে খুশির জোয়ার, অন্যদিকে আবার সুপার কাপের লড়াইয়েও প্রতি মুহূর্তে নজর থাকছে। এসবের মাঝেও মানবিকতার উদাহরণ তৈরি করতে এতটুকু ভুল হল না শতাব্দি প্রাচীন ভারতীয় ফুটবল ক্লাবের। ব্রেস্ট ক্যান্সার যে নিরাময়যোগ্য সেই বার্তা দেওয়া এবং ক্যান্সারকে হারিয়ে জনরা সুস্থ হয়েছেন, তাঁদের লড়াইকে কুর্নিশ জানাতে এই ‘পিংকি অক্টোবর’ পালন করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডা. দীপ্তেন্দ্রকুমার সরকার মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকে এই কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। সেইমতো মোহনবাগান ক্লাব, তাঁবু ,লন সেজে উঠেছে গোলাপি আলোর সাজে।

দেশে-বিদেশে এই ধরনের উদ্যোগ নেওয়া হলেও কোনও ভারতীয় ক্লাবের মধ্যে থেকে সম্ভবত প্রথমবার এই কাজ করে দেখিয়েছে সবুজ মেরুন দল। কলকাতা ময়দানেও এই উদ্যোগ প্রথম। প্রিয় দলের এই উদ্যোগে খুশি সমর্থক থেকে ক্রীড়াপ্রেমীরা। চিকিৎসকরাও সাধুবাদ জানিয়েছেন।

 

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...