Saturday, November 1, 2025

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘পিংক অক্টোবর’ পালন মোহনবাগানের 

Date:

ক্যান্সার (Cancer) মানেই মৃত্যু নয় কিছু ক্যান্সার অবশ্যই নিরাময়যোগ্য। শুধু প্রয়োজন সচেতনতা আর সঠিক সময় সঠিক চিকিৎসা।বেঁচে থাকার জন্য ঘরে বাইরে কঠিন লড়াই, তবে শরীরের ভেতরে প্রত্যেক দিন বাড়তে থাকা কর্কট রোগের সংক্রমণের যুদ্ধ যেন সবকিছুকে ছাপিয়ে যায়। বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্তদের জীবনকাহিনী শুনে-দেখে স্তব্ধ হয়ে যেতে হয়। ক্যান্সারের যন্ত্রণা কঠিন ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের মতো রোগ সারিয়ে তোলা সম্ভব। তাই সেই সচেতনতা বাড়াতে ‘উইন ওভার ব্রেস্ট ক্যানসার’ (Win over Breast cancer)বার্তা সামনে রেখে গোটা বিশ্বে ‘পিংক অক্টোবর’ (Pink October) পালন করা হচ্ছে।

এই মহান উদ্যোগে ময়দানের প্রথম ক্লাব হিসেবে শামিল হল মোহনবাগান (Mohun Bagan)। সবুজ মেরুন তাঁবু সাজিয়ে দেওয়া হয়েছে গোলাপি আলোয়। অক্টোবর মাসের শেষ চারদিন ক্লাবে পালিত হবে ‘পিংক অক্টোবর’ (Pink October)।

আইএফএ শিল্ড জয়ের আনন্দে একদিকে যখন পালতোলা নৌকার সমর্থকদের মনে খুশির জোয়ার, অন্যদিকে আবার সুপার কাপের লড়াইয়েও প্রতি মুহূর্তে নজর থাকছে। এসবের মাঝেও মানবিকতার উদাহরণ তৈরি করতে এতটুকু ভুল হল না শতাব্দি প্রাচীন ভারতীয় ফুটবল ক্লাবের। ব্রেস্ট ক্যান্সার যে নিরাময়যোগ্য সেই বার্তা দেওয়া এবং ক্যান্সারকে হারিয়ে জনরা সুস্থ হয়েছেন, তাঁদের লড়াইকে কুর্নিশ জানাতে এই ‘পিংকি অক্টোবর’ পালন করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডা. দীপ্তেন্দ্রকুমার সরকার মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকে এই কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। সেইমতো মোহনবাগান ক্লাব, তাঁবু ,লন সেজে উঠেছে গোলাপি আলোর সাজে।

দেশে-বিদেশে এই ধরনের উদ্যোগ নেওয়া হলেও কোনও ভারতীয় ক্লাবের মধ্যে থেকে সম্ভবত প্রথমবার এই কাজ করে দেখিয়েছে সবুজ মেরুন দল। কলকাতা ময়দানেও এই উদ্যোগ প্রথম। প্রিয় দলের এই উদ্যোগে খুশি সমর্থক থেকে ক্রীড়াপ্রেমীরা। চিকিৎসকরাও সাধুবাদ জানিয়েছেন।

 

Related articles

মিলেছে পরিশ্রমের ফল, UPSC পরীক্ষায় দেশের মধ্যে সপ্তদশ স্থান অধিকার রায়গঞ্জের মনীষার

ইউপিএসসি (UPSC) পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তদশ স্থান অর্জন করে সকলের নজর কেড়েছেন রায়গঞ্জের কলেজপাড়ার মেয়ে মনীষা...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন।...

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে...
Exit mobile version