Wednesday, December 17, 2025

সহকারী থেকে চিফ, নাইটদের কোচের হট সিটে ঘরের ছেলেই

Date:

অবশেষে পড়ল সরকারি সিলমোহর। আসন্ন মরশুমের আইপিএলে(IPL 2026) কেকেআরের হেড কোচ হলেন অভিষেক নায়ার(Abhishek Nayar)। দীর্ঘ দিন ধরেই নাইটদের(KKR) কোচিং টিমের সদস্য অভিষেক। এবার তাঁকেই হেড কোচের হটসিটে বসালেন শাহরুখ-ভেঙ্কি মাইশোররা।

এর আগে নাইটদের দলের সহকারী কোচ হিসাবে কাজ করেছেন। এমনকি মাঝে ভারতীয় দলের সহকারী হিসাবেও কাজ করেছেন। এবার নায়ারকে হেড কোচ হিসাবে নিযোগ করার নিল কেকেআরের থিঙ্ক ট্যাঙ্ক।দলের এক কর্তা বলেছেন, কয়েক দিন আগে অভিষেক নায়ারকে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মরশুমের মাঝমাঝি সময় থেকে কেকেআরের সহকারী কোচ ছিলেন নায়ার।

গত মরশুমে খারাপ পারফরম্যান্সের পর চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেকেআর। ১৪ ম্যাচে মাত্র ৫ জয়ের পর প্লে–অফে ওঠা হয়নি।ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের একাধিক সিদ্ধান্ত ও স্ট্র্যাটেজি নিয়ে উঠছিল প্রশ্ন। তাই আগামী মরশুমে কামব্যাকের লক্ষ্যে কোচ বদলের পথে হাঁটল নাইটরা। সেই কারণেই কোচিং টিমে পরিবর্তন আনছেন ভেঙ্কি মাইশোররা। অভিষেকেই আস্থা রাখছেন শাহরুখরা।

কেকেআরের বার্তায় সিইও ভেঙ্কি মাইশোর লিখেছেন, ‘‘২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অংশ। মাঠের ভিতরে এবং বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি সব সময় সাহায্য করে গিয়েছে। ওর ক্রিকেটবোধ এবং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। আমাদের প্রধান কোচ হিসাবে ও দায়িত্ব নিচ্ছে, এটা ভেবে আমরা উত্তেজিত। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।’’

 

Related articles

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...
Exit mobile version