ডুয়ার্সের গয়েরকাটা চা-বাগান এলাকায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার সকালে। গয়েরকাটা চা-বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ২১ নম্বর সেকশনে প্রতিদিনের মতো কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখতে পান, ঝোপের ভিতরে পড়ে রয়েছে এক মাঝবয়সি চিতাবাঘের দেহ। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাগানজুড়ে।

বিষয়টি জানানো হয় বাগানের সহকারী ম্যানেজারকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা ও বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের একটি দল। বনকর্মীদের তৎপরতায় চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

বনদফতরের প্রাথমিক অনুমান, চিতাবাঘটির মৃত্যু স্বাভাবিক নাও হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের একটি দল। বন আধিকারিক চন্দন ভট্টাচার্য জানান, “চিতাবাঘটির মৃত্যুর ঘটনাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন চোখে পড়েনি, তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বনদপ্তর। পাশাপাশি, আশপাশের চা-বাগান এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং শ্রমিকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বন্যপ্রাণের নিরাপত্তা নিশ্চিত থাকে।

আরও পড়ুন – উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ শুক্রবার

_

_

_

_

_
_
_


