পুরো বিশ্বকাপেই (ICC Women’s Cricket World Cup 2025 )খারাপ ফিল্ডিং সমস্যায় ফেলেছে ভারতকে। সেমিফাইনালের কঠিন ম্যাচেও সেই ধারা বজায় থাকল। ফিল্ডিংয়ের হাল বেহাল সেমিফাইনালে। তারই সুযোগে বড় রান তুলল অজিরা। মহিলাদের একদিনের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৩৮ রান তুলল অস্ট্রেলিয়া। লিচফিল্ড ১১৯ রান করলেন। অর্ধশতরান করলেন এলিস পেরি এবং গার্ডনার।

পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে ভারতীয় দল মোট ১৮টি ক্যাচ ফেলেছে। ক্যাচ ধরার সাফল্যের হার ছিল মাত্র ৬৫ শতাংশ, যা ৮ দলের মধ্যে ভারতের স্থান সাত।

ফিল্ডিংয়ের ভুলে একাধিক বার ম্যাচে পিছিয়ে পড়তে হয়েছে। সেমিফাইনালেও সেই একই ছবি দেখা গেল। অধিনায়ক হরমনপ্রীত (Harmanpreet Kaur )থেকে রিচা ঘোষ, ক্যাচ ফস্কালেন সেইসঙ্গে সুবিধা করে দিলেন প্রতিপক্ষকে। তৃতীয় ওভারেই প্রথম ক্যাচ ফেলেন স্বয়ং অধিনায়ক হরমনপ্রীত কৌর। রেনুকা সিংয়ের বলে মিড-অফে সহজ ক্যাচ উঠেছিল, কিন্তু হরমনপ্রীত তা ধরতে ব্যর্থ হন।

লিচফিল্ড করলেন ৯৩ বলে ১১৯। তাঁর ইনিংসে ১৭টি চার, ৩টি ছয়। তাঁকে অমনজ্যোত কৌর ফেরানোর সঙ্গে সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি ভাঙল। পেরি আউট হলেন ৭৭ রানে। রাধা যাদবের বলে বোল্ড হলেন তিনি। তবে এই অস্ট্রেলিয়াই ৩২ ওভারে ২০০ পার করেছিল। এরপর ভারতীয় বোলাররা কার্যকরী হলেও অস্ট্রেলিয়া বড় রান তুলে ফেলল।

–

–

–

–



