ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি বিঘ্নিত বাংলা বৃহস্পতির সকাল থেকেই ব্যস্ত জগদ্ধাত্রী বন্দনায় (Jaghadhatri Puja)। কলকাতা থেকে জেলা- রাজ্যের বিভিন্ন প্রান্তে বনেদি থেকে বারোয়ারি পুজো কমিটিতে নবমীর পুজো শুরু হয়েছে। বাংলায় জগদ্ধাত্রী পুজো বললে সবার আগে কৃষ্ণনগরের কথা মনে আসে। রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ীতেও (Krishnanagar Rajbari) রীতিমেনে শতাব্দী প্রাচীন হেমন্তিকা আরাধনা চলছে সকাল থেকে। ঐতিহ্যবাহী পুজো দেখতে ভিড় জমিয়েছেন দূর দূরান্তের মানুষ। হালকা বৃষ্টি মাথায় নিয়ে ভিড় বাড়ছে হুগলির চন্দননগরেও (Chandannagar Jaghadhatri Puja)। আলোক নগরীর বেশ কিছু বড় বড় বারোয়ারিতে এক বা একাধিক কুমারীকে পুজো করার রীতি আজও চোখে পড়েছে।

পঞ্জিকা অনুসারে বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি সকাল ১০টা ০৬ মিনিট থেকে শুরু হয়েছে যা চলবে ৩১ অক্টোবর (শুক্রবার)সকাল ১০টা ০৩ মিনিট পর্যন্ত। নবমী তিথি হল জগদ্ধাত্রী পুজোর মূল দিন।মনে করা হয়, এই তিথিতে দেবী জগদ্ধাত্রীর পূজা করলে কর্মক্ষেত্রে সাফল্য, মানসিক শান্তি এবং সংসারের সকল বাধা দূর হয়। এই পুজো মূলত ধৈর্য, শক্তি এবং অহংকার বিনাশের প্রতীক। সকাল থেকে চন্দননগরের বড় বড় বারোয়ারি যেমন হেলাপুকুর, ফটকগোড়া, বাগবাজার, তেমাথা, নতুনপাড়া – সর্বত্রই নবমী পূজার ব্যস্ততা ধরা পড়েছে। মধ্যাঞ্চল বারোয়ারিতে এদিন পাঁচটি কুমারীকে দেবীর পদতলে রাখা বেদীতে পুজো করা হচ্ছে। ভদ্রেশ্বর তেঁতুলতলার বুড়িমার পুজোতে ভক্ত ও দর্শনার্থীদের লম্বা লাইন জিটি রোডে। যত সময় গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে ঐতিহ্যের চন্দননগরে।

–

–

–

–

–

–

–
–
–


