রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হয়েছে। ২৮ অক্টোবর থেকে ব্লক লেভেল অফিসার বা BLO-দের প্রশিক্ষণ পর্ব চলছে। এর মধ্যেই বৃহস্পতিবার দুপুর থেকেই দফায় দফায় প্রশিক্ষণ বৈঠক শুরু করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই সঙ্গে শুক্রবার বিকেল সাড়ে চারটেয় ভারচুয়ালও করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উপস্থিত থাকবেন দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, ব্লক নেতৃত্ব ও বুথ এজেন্টরা। বৈঠকে এসআইআরের উদ্দেশ্য, কার্যপ্রণালী এবং দলের করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশ দেবেন স্বয়ং অভিষেক।

বাংলায় এসআইআর প্রক্রিয়ায় ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিএলও-দের প্রশিক্ষণ চলবে। এই পরিস্থিতিতে এদিন দুপুর থেকেই দফায় দফায় প্রশিক্ষণ শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে সাড়ে ৪টে নাগাদ ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

সমস্ত বুথে সংগঠন থাকার কারণে এসআইআরের জন্য যে সংখ্যক বিএলএ-২ প্রয়োজন তা তৃণমূলের রয়েছে। দলের মতে, “আমাদের সংগঠন বুথ পর্যন্ত বিস্তৃত, ফলে ভোটার তালিকার কাজ আমরা অত্যন্ত দক্ষভাবে সম্পন্ন করতে পারব।” অভিষেক আগেই জানান, “SIR শুধুমাত্র প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি আমাদের সাংগঠনিক সক্ষমতারও প্রমাণ। প্রতিটি বুথে সঠিক প্রস্তুতি থাকলে ২০২৬ সালের নির্বাচনে ফল আমাদের পক্ষে যাবে।” শুক্রবার এসআইআরের প্রস্তুতি ভার্চুয়াল বৈঠকে সাংসদ, বিধায়ক, মন্ত্রী থেকে ব্লকস্তরের নেতা-কর্মী মিলে ৬ হাজারের বেশি উপস্থিতি হবে বলে দলীয় সূত্রের খবর।

–

–

–

–

–

–
–


