Saturday, November 1, 2025

জাস্টিস ফর প্রদীপ কর! প্রতিবাদে গর্জে উঠল পানিহাটি 

Date:

এনআরসি ও এসআইআরের ভয়ে অকালে প্রাণ দিয়েছেন বছর ৫৭-র প্রদীপ কর। আবার তাঁর আত্মার শান্তি কামনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘জাস্টিস ফর প্রদীপ কর’ স্লোগানে গর্জে উঠল পানিহাটির সাধারণ মানুষ। বৃহস্পতিবার বৃষ্টির কারণে মিছিল দেরিতে শুরু হলে কয়েক হাজার মানুষকে দেখা যায় মিছিলে পা মেলাতে। এদিন মিছিলের নেতৃত্ব দেন বারাকপুরের সাংসদ তথা দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। আগরপাড়া স্টেশন থেকে মিছিল শুরু হয়, শেষ হয় বি টি রোড তেঁতুলতলায়। পার্থ ভৌমিক বলেন, বিজেপি এসআইআরের নামে আতঙ্ক ছড়াতে চাইছে। রাজ্যের বিজেপি নেতারা মানুষের মধ্যে প্যানিক তৈরি করছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই ভয় কাটাতে চাইছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বস্ত করছেন, আপনারা ভয় পাবেন না। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তার বিরুদ্ধে তিনি রাস্তায় নামবেন। আমরা চাই না দ্বিতীয় প্রদীপ কর হোক। তবে বিজেপি নেতারা এসআইআরের নামে এনআরসি চালু করতে চাইছে। নির্বাচন কমিশনও সেই পথে চলছে। মানুষের মধ্যে এমন ভয় তৈরি করেছে রাজ্যের মানুষ আত্মহত্যা পথে হাঁটছে।

পার্থ ভৌমিক আশ্বস্ত করে বলেন, আপনারা ভয় পাবেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে। কিছু বিজেপি নেতা প্রদীপ করের মৃত্যু নিয়ে বিতর্ক করছে, তাদের কড়া ভাষায় জবাব দিয়ে বলেন ওঁদের কোন ধন্ধ থাকলে আদালতে যেতে পারেন। নির্মল ঘোষ বলেন, কেন্দ্রের বিজেপি সরকার, তাদের কিছু চামচা ও রাজ্যের কিছু বিজেপি নেতারা চক্রান্ত করছে। তারা চাইছে মানুষের মধ্যে ভয় তৈরি করতে। এই চক্রান্ত থেকে বেরতে না পারলে বাংলার মানুষ তাদের ঠিক জবাব দিয়ে দেবে।

আরও পড়ুন – ডবলইঞ্জিনের মধ্যপ্রদেশে কৃষককে গাড়ি চাপা দিয়ে ‘খুনের‘ তীব্র প্রতিবাদ-আক্রমণ তৃণমূল নেতৃত্ব-সমাজকর্মীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...

বিডিও-র টেবিল চাপড়ে ‘সানি দেওল’ বিজেপি সাংসদ! হুমকি সংস্কৃতিকে কটাক্ষ তৃণমূলের

হুমকিতেই আটকে বঙ্গ বিজেপি নেতারা। তবে দেশজুড়ে হুমকির রাজনীতিতেই যে অভ্যস্থ বিজেপি নেতারা, ফের একবার প্রমাণ করলেন বিজেপি...

ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২, ঘটে ২৫০০০ লোকের সমাগম

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ভেঙ্কটেশ্বর মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু...

৪৫ এসে থামলেন, টেনিসকে বিদায় বোপান্নার, জানালেন আগামীর পরিকল্পনাও

পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা রোহন বোপান্নার(Rohan Bopanna)। ভারতীয় টেনিসের বয়স্ক তরুণ। দুই দশকের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি। ৪৫...
Exit mobile version