Friday, November 21, 2025

অভিষেকের নির্দেশে ধর্ষণে নাম জড়ানো কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

Date:

Share post:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিয়ে গোপন রেখে প্রতারণা- একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে (TMC Councilor) দল থেকে বহিষ্কার (Suspend) করল শাসকদল। অভিযোগ, রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউয়ে বারবার ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েন এক তরুণী। বুধবার নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রিয়নাথকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। স্থানীয় তৃণমূল সূত্রে খবর, দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নির্দেশেই ওই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজ্যের ডেপুটি স্পিকার ও রামপুরহাটের (Rampurhat) বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জানান, দলের কেন্দ্রীয় নেতৃত্ব ওই কাউন্সিলরকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছেন। আশিসের কথায়, দল কোনও অভিযোগকে হালকাভাবে দেখে না।

নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছেন, ভোটার কার্ডের কাজের সূত্রে ২০১৫ সালে প্রিয়নাথের সঙ্গে পরিচয়। তখন কাউন্সিলর বিবাহিত ও সন্তানের বাবা। কিন্তু সেই তথ্য গোপন করেই নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পরে দিন সহবাস করেন তিনি। অভিযোগ, মেয়েটির পরিবার বিয়ের কথা শুরু করলেই সত্য সামনে আসে। অভিযুক্ত নিজের বৈবাহিক পরিচয় জানিয়ে বিয়ে করতে অস্বীকার করেন। পরে যুবতীর অন্যত্র বিয়ে হলেও তাঁকে ধর্ষণ করেন প্রিয়নাথ। নির্যাতিতার দাবি, এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। ২০২০ সালে সন্তানের জন্ম হয়। এর জেরে তাঁর স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা করেন। এখনও সেটির মীমাংসা হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ করেছে তৃণমূল। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে ওই কাউন্সিলরকে।

spot_img

Related articles

বাইশ গজেই ভালোবাসার পূর্ণতা, বিশ্বজয়ের মাঠে স্মৃতিকে প্রেম নিবেদন পলাশের

বিশ্বকাপ জয়ের মাঠেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বাগদান সেরে...

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

২১ নভেম্বর (শুক্রবার), ২০২৫   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: সামান্য কমেছে সোনা-রুপোর দাম

শুক্রবার ২১ নভেম্বর, ২০২৫   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২২৫৫ ₹     ১২২৫৫০ ₹ খুচরো পাকা সোনা    ১২৩১৫...

অবশেষে প্রকাশিত হচ্ছে SSC নবম–দশম-এর নিয়োগ পরীক্ষার ফল

অবশেষে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার (Exam) ফল ঘোষণার দিনের আভাষ মিলল। শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস...