কেকেআর(KKR) কোচ পরিবর্তন করে অভিষেক নায়ারকে দায়িত্ব দিয়েছে। এবার জল্পনায় লখনউ দলের কোচও। জাস্টিন ল্যাঙ্গারের পরিবর্তে নতুন কোচকে হট সিটে বসাতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা।যুবরাজ সিংয়ের(Yuraj singh) নামও ভাসছে কোচ হিসেবে।

সূত্রের খবর, কোচের পদের জন্য যুবরাজ সিংয়ের সঙ্গে কথাবার্তা চলছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। জাস্টিন ল্যাঙ্গারের জায়গায় যুবরাজকে হেড কোচ করবে তারা, এমনটাই শোনা যাচ্ছে।

লখনউ দলের কোচ বদলের কারণ দুটি মনে করা হতে পারে, এক,স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে তেমন যোগাযোগ নেই জাস্টিন ল্যাঙ্গারের। তাই ম্যানেজমেন্ট চাইছে একজন ভারতীয়ের হাতে দলের দায়িত্ব তুলে দিতে। এই ক্ষেত্রে যুবরাজের নাম নিয়ে চর্চা চলছে।

অভিষেক নায়ার কেকেআরের কোচ হওয়ার পরই রোহিত শর্মার(Rohit Sharma) কলকাতার দলে যোগ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়। যদিও মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে নিয়ে ইঙ্গিতবাহী পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে, , ‘সূর্য আবার কাল সকালে উঠবে, সেটা নিশ্চিত। কিন্তু নাইটে সূর্য ওঠা, সেটা কেবল মুশকিলই নয়, অসম্ভব।’ অর্থাৎ রোহিত নাইট শিবিরে যোগ দিচ্ছেন না, এমনটাই ইঙ্গিত।

–

–

–

–



