হুগলির বাসিন্দা সৈকত বসুর রুশ স্ত্রী ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে রেড কর্নার (Red Corner) নোটিশ (Notice) জারি করানোর চেষ্টা করুন। শুক্রবার, শুনানিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টিকে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)৷ ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হলে রুশ কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বুঝে সহযোগিতা করতে পারে- পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর৷ এদিন দিল্লি পুলিশ (Delhi Police) ও বিদেশ মন্ত্রক স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে আদালতে৷
বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ- ব্লু কর্নার নোটিশে কোনও কাজ হচ্ছে না বলেই রেড কর্নার (Red Corner) নোটিশ জারি করার চেষ্টা করা হোক৷ বলেন, “আমরা চাই না, এটা হিউম্যান ট্রাফিকিং-র বিষয় হয়ে উঠুক”৷
বিচারপতি সূর্যকান্ত তাঁর পর্যবেক্ষণে জানান, “যাবতীয় পদক্ষেপ করতে হবে দুদেশের কূটনৈতিক সুসম্পর্কের কথা মাথায় রেখে৷ আমরা চাই না এই ঘটনার জন্য ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও প্রভাব পড়ুক৷”
মামলাকারী সৈকত বসুর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, “গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করুক বিদেশ মন্ত্রক৷ শুধু চিঠি লিখে কী হবে?”
উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য দু সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত৷ দুসপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে৷
–
–
–
–
–
–
