Sunday, November 9, 2025

এবার যোগীরাজ্যে (Uttar Pradesh) বাংলা বলার অপরাধে খুন! বীরভূমের কসবার পর এবার নানুর। সম্প্রতি বীরভূমের দুই পরিযায়ী শ্রমিকের উত্তরপ্রদেশের কাঁকিনাড়া এলাকায়। মৃত যুবক দুধকুমার বাগদি একটি রুটি কারখানায় কাজ নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন। বুধবার তাঁরা ট্রেনে চেপে বেঙ্গালুরু রওনা দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে দুধকুমারের বাড়িতে আরপিএফ কর্মীরা ফোনে খবর দেন।

প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে জানানো হয়েছে। কিন্তু পরিবারের দাবি, বাংলায় কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রেল লাইনের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। একই ঘটনায় প্রতীকের মৃত্যুও ঘটেছে, যেটি স্থানীয় পুলিশি তৎপরতার প্রশ্ন উঠছে।
স্থানীয় পরিবার ও রাজনৈতিক নেতারা অভিযোগ করছেন, যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর ক্রমবর্ধমান হুমকি এবং সহিংসতার ঘটনায় প্রশাসনের নিরবতা সমাজে উদ্বেগ সৃষ্টি করছে। আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে দেখা করতে বোমা তৈরি! গ্রেফতার চার যুবক

প্রসঙ্গত, দিন কয়েক আগে বীরভূমের দামোদরপুর গ্রামের বাসিন্দা প্রতীক হেমব্রমের দেহ উদ্ধার হয় উত্তরপ্রদেশে। পরিবারের দাবি, যখন ফোনে কথা হয় তখন প্রতীক কোনও কারণে আতঙ্কে ছিলেন। তবে তখন বিষয়টি ততটা গুরুত্ব দেননি তাঁরা। এরপর ২৫ অক্টোবর পারুই থানার মাধ্যমে পরিবার খবর পায়, উত্তরপ্রদেশের কানপুর জেলার গোবিন্দনগর থানা এলাকায় রেললাইনের ধারে প্রতীকের দেহ উদ্ধার হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। স্বামীকে খুন করা হয়েছে বলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতীকের স্ত্রী। সেই রেশ কাটতে না কাটতেই বীরভূমের আরও এক যুবকের দেহ উদ্ধার উত্তরপ্রদেশে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version