Wednesday, December 17, 2025

প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য ইউটিউব দেখে বোমা তৈরি! আর সেই বোমার আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। ছটপুজোর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটিতে। ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ।
ঘটনাটি ঘটে ২৮ অক্টোবর ছট পুজোর রাতে। বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের মালির বাগান খামারডাঙা এলাকায় বোমা ছোড়া হয়। বিস্ফোরণে একটি বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়, জানালার কাচ ভেঙে যায়। সিসিটিভি ফুটেজে বাইকে চেপে পালাতে দেখা যায় অভিযুক্তদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁপদানির বাসিন্দা সাগর মালিকের সঙ্গে ওই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে ভাঙন ধরে। সাগর যোগাযোগ করা বা দেখা করার অনেক চেষ্টা করলেও তরুণী সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। পরে সাগর জানতে পারেন, প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা শুরু করেছে। এরপরই প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে অজুহাত খুঁজতে থাকে সে।

বন্ধুদের নিয়ে পরিকল্পনা করে ইউটিউব দেখে বাজির মশলা দিয়ে বোমা তৈরি করে সাগর। উদ্দেশ্য ছিল, বোমা ফাটিয়ে আওয়াজে প্রেমিকাকে বাইরে এনে দেখা করা। কিন্তু বিস্ফোরণের শব্দ এতটাই জোরে হয় যে নিজেরাই আতঙ্কিত হয়ে পালিয়ে যায় তারা। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে বাইকের সূত্র ধরে সাগর ও তার তিন বন্ধুর হদিস পায়। পরে ব্যারাকপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল ও আয়ুষ যাদব। ঘটনার পর চারজনই কল্যাণীতে গা-ঢাকা দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন: উত্তরবঙ্গে বন দফতরের সফল অভিযান: নিরাপদে নয়া ‘ঘরে’ হাতির দল

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version