Tuesday, December 16, 2025

রাজনীতির ইনিংস খেলতে নেমে একাধিকবার আউট হয়েও নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)। শুক্রবার তেলেঙ্গানার (Telengana) রাজভবনে মন্ত্রী হিসাবে শপথ নিলেন (oath taking) তিনি। অন্যদিকে, তেলেঙ্গানায় উপনির্বাচনের আগে এই পদক্ষেপ কংগ্রেসের তরফে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ক্রিকেটকে বিদায় দিয়ে কংগ্রেসের হাত ধরে যে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন আজ্জুভাই তাতে প্রথমেই তিনি সাফল্যের মুখ দেখেছিলেন। ক্রিকেটের মাঠে প্রথম টেস্টে শতরানের মতো ভোটের লড়াইতেও ২০০৯ সালে প্রথম লড়াইতে সাংসদ (MP) নির্বাচিত হয়েছিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে। তবে তারপরে একাধিক লোকসভা ও বিধানসভার লড়াইতে পরাজিত হয়েই থাকতে হয়েছে তাঁকে। যদিও কংগ্রেস (Congress) তাঁর উপর থেকে ভরসা সরায়নি। ২০১৮ সালে তাঁকে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের (TPCC) সভাপতি করা হয়।

তবে তেলেঙ্গানার জুবিলি হিলস (Jubilee Hills) থেকে ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে লড়ে পরাজিত হন আজহার। সেই কেন্দ্রে বিধায়ক মগন্তি গোপিনাথের মৃত্যু নতুন করে পথ খুলে দিয়েছে আজহারের জন্য। কংগ্রেসের তরফ থেকে বিধানসভায় রাজ্যপালের মনোনিত প্রার্থী হিসাবে অগাস্টে আজহারকে (Mohammed Azharuddin) বিধানসভায় বিধায়ক করার প্রস্তাব পাশ হয়। সেই প্রস্তাবে রাজ্যপাল (Governor of Telengana) জিষ্ণু দেব বর্মার সম্মতিতে শুক্রবার মন্ত্রিত্বে শপথ নিলেন আজহার।

আরও পড়ুন: রুশ বধূর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির চেষ্টা করুন: নির্দেশ সুপ্রিম কোর্টের

জুবিলি হিলস কেন্দ্রে উপনির্বাচন আসন্ন। যেখানে লক্ষাধিক মুসলিম ভোটের ভরসায় জয়ের প্রত্যাশী কংগ্রেস। সেই উদ্দেশ্যেই উপনির্বাচনের আগে মন্ত্রিত্বে আজহারের শপথ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর মন্ত্রিত্বে সংযুক্তিতে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির (Revant Reddy) মন্ত্রিসভায় মন্ত্রী পদে ১৬ জন সদস্য স্থান পেলেন।

Related articles

মেসি-বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ রাজ্যের: শোকজ রাজীব কুমার, মুকেশ-সহ ৩জন, সাসপেন্ড অনীশ

যুবভারতীতে (Yuba Bharati) লিওনেল মেসির (Loinel Messi) অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার (State Government)।...

শেষ দুটি ম্যাচেও অনিশ্চিত বুমরাহ, ধুরন্ধরে মজে টিম ইন্ডিয়ার সদস্যরা

দুয়ারে টি২০ বিশ্বকাপ, তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেই প্রস্তুতিটা সেরে নিতে চাইছে টিম  ইন্ডিয়া।...

ফিরে এলেন ১১ জন মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৫ জন

নামখানায় ফিরে এলেন দুর্ঘটনার শিকার হওয়া (Fishermen Rescue) ট্রলারের ১১ জন মৎস্যজীবী। তবে এখনও নিখোঁজ পাঁচজন। কাকদ্বীপে ভারতের...

এসআইআরের পর বঙ্গে প্রকাশিত ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা

রাজ্যে এসআইআরের (SIR) কাজ শেষ, সুচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রকাশিত হল ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা (Draft Voter list)।...
Exit mobile version