Saturday, November 1, 2025

রাজনীতির ইনিংস খেলতে নেমে একাধিকবার আউট হয়েও নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)। শুক্রবার তেলেঙ্গানার (Telengana) রাজভবনে মন্ত্রী হিসাবে শপথ নিলেন (oath taking) তিনি। অন্যদিকে, তেলেঙ্গানায় উপনির্বাচনের আগে এই পদক্ষেপ কংগ্রেসের তরফে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ক্রিকেটকে বিদায় দিয়ে কংগ্রেসের হাত ধরে যে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন আজ্জুভাই তাতে প্রথমেই তিনি সাফল্যের মুখ দেখেছিলেন। ক্রিকেটের মাঠে প্রথম টেস্টে শতরানের মতো ভোটের লড়াইতেও ২০০৯ সালে প্রথম লড়াইতে সাংসদ (MP) নির্বাচিত হয়েছিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে। তবে তারপরে একাধিক লোকসভা ও বিধানসভার লড়াইতে পরাজিত হয়েই থাকতে হয়েছে তাঁকে। যদিও কংগ্রেস (Congress) তাঁর উপর থেকে ভরসা সরায়নি। ২০১৮ সালে তাঁকে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের (TPCC) সভাপতি করা হয়।

তবে তেলেঙ্গানার জুবিলি হিলস (Jubilee Hills) থেকে ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে লড়ে পরাজিত হন আজহার। সেই কেন্দ্রে বিধায়ক মগন্তি গোপিনাথের মৃত্যু নতুন করে পথ খুলে দিয়েছে আজহারের জন্য। কংগ্রেসের তরফ থেকে বিধানসভায় রাজ্যপালের মনোনিত প্রার্থী হিসাবে অগাস্টে আজহারকে (Mohammed Azharuddin) বিধানসভায় বিধায়ক করার প্রস্তাব পাশ হয়। সেই প্রস্তাবে রাজ্যপাল (Governor of Telengana) জিষ্ণু দেব বর্মার সম্মতিতে শুক্রবার মন্ত্রিত্বে শপথ নিলেন আজহার।

আরও পড়ুন: রুশ বধূর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির চেষ্টা করুন: নির্দেশ সুপ্রিম কোর্টের

জুবিলি হিলস কেন্দ্রে উপনির্বাচন আসন্ন। যেখানে লক্ষাধিক মুসলিম ভোটের ভরসায় জয়ের প্রত্যাশী কংগ্রেস। সেই উদ্দেশ্যেই উপনির্বাচনের আগে মন্ত্রিত্বে আজহারের শপথ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর মন্ত্রিত্বে সংযুক্তিতে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির (Revant Reddy) মন্ত্রিসভায় মন্ত্রী পদে ১৬ জন সদস্য স্থান পেলেন।

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...
Exit mobile version