Tuesday, December 16, 2025

অঞ্চল ভিত্তিক হেল্প ডেস্ক, বিএলও-২দের সঙ্গে যোগাযোগে জনপ্রতিনিধিরা: ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশ অভিষেকের

Date:

SIR-এর জন্য ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অঞ্চল ভিত্তিক হেল্প ডেস্ক চালু করবে তৃণমূল। বিধায়ক-সাংসদদের দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রতিটি বিধানসভায় ৪ নভেম্বর থেকে বিএলএ ২-এর সঙ্গে যোগাযোগ রাখবেন। শুক্রবার, SIR নিয়ে ভার্চুয়াল বৈঠকে এই রকম গুচ্ছ নির্দেশ দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন ১৮ হাজার তৃণমূল নেতা-কর্মী নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বৈঠকে অভিষেক এসআইআর (SIR) নিয়ে বিএলএ (BLA) অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের কী করণীয় তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন। মোট ২৯৪টি ওয়ার রুম (War Room) খোলার নির্দেশ দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যার তদারকি করবেন এলাকার বিধায়করা। যেখানে বিধায়ক নেই, সেখানে দায়িত্ব সামলাবেন ব্লক প্রেসিডেন্টরা। ওয়ার রুমে পর্যাপ্ত ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশন থাকবে। কম্পিউটার জানা চার-পাঁচজনকে রাখা হবে।

অভিষেক (Abhishek Banerjee) জানান, “প্রতিটি বিধানসভায় বিধায়ক-সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে ৪ নভেম্বর থেকে বিএলএ ২-এর সঙ্গে তাঁরা যোগাযোগ রাখবেন। ১০ জনকে দায়িত্ব দেওয়া হবে। ১ জন প্রতিদিন একটি বিধানসভার ৩০ জন বিএলএ ২-এর সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। সমস্যা জেনে বিধায়ক-সাংসদরা সমাধান করবেন। না পারলে আমাদের জানাবেন।“

দলের সেনাপতির স্পষ্ট নির্দেশ, আগামী ৩ মাস তৃণমূলের অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের একসঙ্গে কাজ করতে হবে। বাংলার ৩৩৪৫টি গ্রাম পঞ্চায়েত, ২৯০০ মিউনিসিপালিটি ওয়ার্ড আছে। বিএলও-দের এই বাড়ি বাড়ি যাওয়ার সময় প্রতিটি এলাকায় ক্যাম্প খুলতে হবে। দলের সিদ্ধান্ত, ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত হেল্প ডেস্ক (Help Desk) চালু করতে হবে। সেখানে অন্তত একটা ল্যাপটপ , প্রিন্টার, ইন্টারনেট কানেকশন রাখতে হবে। কোনও মানুষ সাহায্য চাইলে তারা যেন একমাত্র তৃণমূলকেই পাশে পায়। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ক্যাম্প চলবে।
আরও খবর: চাপের মুখে নতুন ওয়েব সাইট রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের

অভিষেক জানান, বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা লড়াই দিল্লিতে নিয়ে যাব। বিস্তারিত জানাব। আগামী কয়েকমাস আমি নিজেই রাস্তায় থাকব।  তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক কথায়, “কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার তালিকায় চুপি চুপি কারচুপি করতে চাইছে। একজনও প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, তাই এই উদ্যোগ।”

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version