দমদমে নাবালিকাকে গণধর্ষণের (Dumdum Gangrape case) ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে নজির গড়ল রাজ্য পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। টিউশন শেষে বাড়ি ফেরার পথে ১৪ বছরের ওই নাবালিকাকে এক টোটোচালক কৌশলে বস্তি এলাকার একটি ঘরে নিয়ে যায়। সেখানেই আটকে রেখে সেই টোটোচালক ও তার তিন বন্ধু মিলে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। সন্ধেবেলা নাবালিকা বিধ্বস্ত অবস্থায় ফিরে এসে বাড়িতে সব কথা জানালে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।
সেই রাতেই পুলিশ অভিযানে নেমে তিনজনকে গ্রেফতার করে। ত অভিযুক্তরা হল, রিকি পাসওয়ান, রাজেশ পার্সোয়ান, সঞ্জয় সাহা। ধৃতদের রবিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও অবৈধভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। অভিযুক্তদের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। আরও পড়ুন: পার্ক স্ট্রিট হত্যাকাণ্ডে দুই অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ
–
–
–
–
–
–
–
