বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই ভাইরাল ভিডিয়ো দেখে নেটপাড়ায় চলছে অন্য গুঞ্জন। বলিউডের একটি হাই-প্রোফাইল হ্যালোইন পার্টিতে ‘লেডি সিংহম’ এবং ‘লারা ক্রফ্ট’ বেশে মুখোমুখি হলেন দুই অভিনেত্রী দীপিকা এবং আলিয়া। দীপিকার হাত থেকে বন্দুক নিয়ে আলিয়াকে রসিকতা করতে ও ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছে। হ্যালোইন পার্টির ঝলকেই এক ফ্রেমে ধরা পড়লেন রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান।

এক সময়ে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে যে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ছিল, সে কথা অজানা নয়। কিন্তু সে সম্পর্ক টেকেনি। অভিনেত্রী আলিয়া ভট্টের সঙ্গে সংসার পেতে এক কন্যার বাবাও হয়েছেন এখন তিনি। দীপিকাও সংসার সাজিয়েছেন অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। কিছুদিন আগে এয়ারপোর্টে দীপিকা- রণবীরের (কাপুর) উষ্ণ আলিঙ্গনও দেখা গিয়েছে। একই জায়গায় কাজের খাতিরেই সৌজন্য রক্ষার্থে তাঁরা পুরোনো সম্পর্কের ‘ক্লেদ’ মনে রাখেননি বলেই মনে করছেন ভক্তকুল। তা ছাড়া দু’জনেই নতুন করে নিজেদের সংসার পেতেছেন।

তবে সত্যি বলতে আলিয়া এবং দীপিকাকে একফ্রেমে দেখতে পেয়ে খুশি অনুরাগীরা। তবে কমেন্ট বাক্স উপচে পড়েছে ‘মধ্যমণি রণবীর কোথায়?’ এই প্রশ্নে। রণবীরের প্রতিক্রিয়াও দেখতে চেয়েছেন অনেকে। তবে দুই অভিনেত্রীকে বড়পর্দায় এক ফ্রেমে দেখা যাবে কি না সে বিষয়ে মুখ খোলেন নি কেউই।

–

–

–

–

–



