নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ। অন্যদিকে জোর প্রচার বিরোধী জোটের। তবে বিজেপি ও এনডিএ জোটের গরম গরম ভোট প্রচারে কিছুটা যেন জল ঢেলে দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বলা ভালো, নিজে জলে নেমে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন নরেন্দ্র মোদিকে।
রবিবার বিহার ভোটের আগে বেগুসরাইয়ের ঐতিহ্যবাহী মাছ ধরার নিয়মে অংশ নিয়ে জলে ঝাঁপ দিলেন রাহুল। তবে শুধু রাহুলই নন , উপস্থিত ছিলেন ভিআইপি প্রধান ও মহাগঠবন্দনের উপ মুখ্যমন্ত্রী প্রার্থী মুকেশ সাহানী, কংগ্রেস নেতা কানহাইয়া কুমার এবং আরও কিছু রাজনৈতিক পরিচিত মুখ। আরও পড়ুন: বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
এনডিএ ও বিজেপির নেতারা বরাবর কংগ্রেস সাংসদের রাজনৈতিক দক্ষতা ও কর্মক্ষমতাকে গান্ধী পরিবারের ছায়ায় ঢেকে দিয়ে অপপ্রচারের চেষ্টা চালান। তাঁকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান বলে ‘পাপ্পু’ সম্বোধনও করে থাকেন। যদিও রাহুল সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিশে গিয়ে সেই মিথ অনেকটাই ভেঙে দিয়েছেন। এবার বিহারে পুকুরের জলে নামলেন তিনি। দেশের শেষ অর্থনৈতিক বাজেটে বিহারের মাখনা চাষীদের জন্য বিপুল বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার। জলে নেমে মাখনা চাষে কী সমস্যা তা এর পরবর্তীতে খোঁজ নেয়নি কেন্দ্রের নেতৃত্ব। সেখানেই জলে নেমে মাছ চাষীদের সমস্যা অনুভবের চেষ্টা রাহুলের।
–
–
–
–
–
–
–
