Wednesday, November 5, 2025

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

Date:

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে এই সংস্থা। রবিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যবস্থাপনায় আয়োজিত একটি স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডাঃ অর্চনা মজুমদারের উপস্থিতি ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।

সূত্রের খবর, নন্দীগ্রামে বিজেপির তরফে আয়োজিত ওই স্বাস্থ্য শিবিরে প্রধানমন্ত্রীর ছবি শোভা পেয়েছে মঞ্চে। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং ডাঃ অর্চনা মজুমদার। তাদের একাধিক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর সেই ছবিই হাতিয়ার করে বিজেপির তীব্র সমালোচনায় নেমেছে তৃণমূল।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “জাতীয় মহিলা কমিশনের কোনও সদস্যা কি দলীয় স্বাস্থ্য শিবিরে অংশ নিতে পারেন? তিনি নাগরিক হিসেবে, চিকিৎসক হিসেবে বা অতিথি হিসেবে যেভাবেই যান না কেন, পদাধিকার অনুযায়ী এটা নৈতিকভাবে ভুল।” তাঁর সংযোজন, “আমরা বারবার বলেছি এই সংস্থাগুলি বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ করছে। আজ সেই অভিযোগেরই প্রমাণ মিলল।”

কুণালের অভিযোগ, “যিনি জাতীয় মহিলা কমিশনের সদস্যা পরিচয়ে রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে নিয়মিত বিকৃত প্রচার চালান, তিনি কীভাবে নন্দীগ্রামে শুভেন্দুর শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত থাকেন?” তিনি আরও দাবি করেন, “শিবিরে চিকিৎসা করেছেন কি করেননি সেটা মুখ্য নয়, কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্য হয়ে বিজেপির কর্মসূচিতে উপস্থিত থাকাই এক ধরনের অনৈতিকতা।”

তৃণমূল নেতার আরও বক্তব্য, “গত কয়েকদিন ধরে নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফোন করে জানাচ্ছিলেন, ডায়মন্ড হারবারের মতো ‘সেবাশ্রয়’ প্রকল্প নন্দীগ্রামেও হোক। এটা জানতে পেরেই গদ্দার আতঙ্কে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। সেখানে নিয়ে আসেন মহিলা কমিশনের সদস্যাকে। এখন বলুন, নিরপেক্ষতা কোথায়?”

বিজেপির তরফে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। দলের এক নেতার বক্তব্য, “স্বাস্থ্য শিবির সমাজসেবামূলক উদ্যোগ। সেখানে কোনও রাজনীতি নেই। তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করছে।” কিন্তু তৃণমূলের দাবি, ছবি নিজেই সব কথা বলছে — মহিলা কমিশনের সদস্যা যখন দলীয় কর্মসূচিতে, তখন নিরপেক্ষতার দাবি ধোপে টেকে না।

আরও পড়ুন – SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version