Monday, November 24, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব

Date:

Share post:

দীর্ঘদিন পরে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য (Chirenjit Bhattacharya)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose) টালবাহানার জন্য যে বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্যহীন হয়ে পড়েছিল তার মধ্যে অন্যতম যাদবপুর। কিন্তু এরপর সুপ্রিম (Supreme Court) নির্দেশে অবশেষে সেখানে চিরঞ্জীব ভট্টাচার্যকে উপাচার্য (Vice Chancellor) হিসেবে নিয়োগ করা হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তিনি। প্রায় আড়াই বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল।

২০২৩ সালের মে মাসে স্থায়ী উপাচার্যের (Vice Chancellor) পর থেকে অবসর গ্রহণ করেন সুরঞ্জন দাস। এরপর থেকেই একাধিক অস্থায়ী উপাচার্য দিয়ে কাজ চালানো হয়েছে। যার ফলে প্রশাসনিক কাজের পাশাপাশি পঠন-পাঠনের দিকেও ব্যাহত হয়েছে। নতুন দায়িত্ব নিয়েই বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের দিকে নজর দেবেন বলে জানিয়েছেন তিনি। এদিন চিরঞ্জীব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা দরকার। সরকারের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরে সমাবর্তন আয়োজনেরও চেষ্টা করছি।

এদিকে ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে অর্থ মঞ্জুর করেছে উচ্চশিক্ষা দফতর। সল্টলেক ও মেইন ক্যাম্পাস মিলিয়ে ৭০টি ক্যামেরা লাগানোর ৬৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এ প্রসঙ্গে নতুন উপাচার্য জানান, শুধু ক্যামেরা নয়, নিরাপত্তারক্ষীর সংখ্যা বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত আপাতত চিরঞ্জীব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি রয়েছেন। জানা গিয়েছে ডিসেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। অর্থাৎ আগামী দু মাস তাকে একইসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এই দুই পদের দায়িত্বই সামলাতে হবে। উল্লেখ্য, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন পদে ছিলেন তিনি। পরবর্তী কালে সামলেছেন রেজিস্ট্রার এবং সহ-উপাচার্যের দায়িত্বও।

spot_img

Related articles

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...

প্রকাশিত এসএসসি নবম–দশম শিক্ষক নিয়োগের ফল, শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। সোমবার নির্ধারিত সময় অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের...

উত্তর–দক্ষিণ কলকাতার বিএলএ ২ কাজে ঢিলেমি! কড়া বার্তা অভিষেকের

জেলার পাশাপাশি কলকাতার উত্তর ও দক্ষিণ—দুই অংশেই বিএলএ ২-এর কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের...