Friday, January 9, 2026

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

Date:

Share post:

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক। জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পলাশ মুচ্ছলকে(Palash Muchhal)।

বর্তমানে বলিউডের সিনেমায় সুরকার এবং পরিচালকের কাজ করেন পলাশ।  কিন্তু এই মুহূর্তে দেশের অন্যতম ধনী ক্রিকেটারের নাম স্মৃতি। দুই তারকা  যুগলের আয়ের অনুপাত কেমন? কতটাই বা পার্থক্য স্মৃতি এবং পলাশের আয়ের? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এই মুহূর্তে স্মৃতির সঙ্গে বিসিসিআইয়ের যে চুক্তি রয়েছে তাতে তিনি বছরে ৫০ লক্ষ টাকা পান। এছাড়াও প্রতিটি টেস্ট খেলার জন্য ১৫ লক্ষ টাকা। পাশাপাশি একদিনের ম্যাচ খেলার জন্য  ছয় লক্ষ টাকা আয় করেন। একইসঙ্গে মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবি দলের হয়ে খেলেন স্মৃতি। সেখানে ৩.৪ কোটি টাকা পান। এর পাশাপাশি তাঁর বিজ্ঞাপণে পারিশ্রমিক আছে ৫০ থেকে ৭০ লক্ষ টাকা। সব মিলিয়ে অংকটা বছরে ৩৫ কোটির কাছাকাছি।

এবার তাঁর মোট সম্পত্তি হিসেবে করলে তার পরিমাণ আরও বেশি। বিশ্বকাপ জয়ের পরে মোটা অংকের টাকা পাবেন স্মৃতি। ফলে তার আয়ের পরিমাণ আরও বাড়তে চলেছে।

অন্যদিকে পলাশ একাধিক হিন্দি সিনেমাতে সুরকারের কাজ করেছেন। পাশাপাশি অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন কিন্তু সেভাবে সাফল্য পাননি। তার মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা। ফলত পলাশ এবং স্মৃতির আয় এবং সম্পত্তির পরিমাণে ব্যবধান রয়েছে অনেকটাই।

তবে ভালোবাসা কি আয়-ব্যায়ের  ব্যালেন্সশিট  বা ব্যাংক অ্যাকাউন্ট অঙ্ক দেখে  হয়!

 

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...