Tuesday, November 25, 2025

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

Date:

Share post:

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক। জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পলাশ মুচ্ছলকে(Palash Muchhal)।

বর্তমানে বলিউডের সিনেমায় সুরকার এবং পরিচালকের কাজ করেন পলাশ।  কিন্তু এই মুহূর্তে দেশের অন্যতম ধনী ক্রিকেটারের নাম স্মৃতি। দুই তারকা  যুগলের আয়ের অনুপাত কেমন? কতটাই বা পার্থক্য স্মৃতি এবং পলাশের আয়ের? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এই মুহূর্তে স্মৃতির সঙ্গে বিসিসিআইয়ের যে চুক্তি রয়েছে তাতে তিনি বছরে ৫০ লক্ষ টাকা পান। এছাড়াও প্রতিটি টেস্ট খেলার জন্য ১৫ লক্ষ টাকা। পাশাপাশি একদিনের ম্যাচ খেলার জন্য  ছয় লক্ষ টাকা আয় করেন। একইসঙ্গে মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবি দলের হয়ে খেলেন স্মৃতি। সেখানে ৩.৪ কোটি টাকা পান। এর পাশাপাশি তাঁর বিজ্ঞাপণে পারিশ্রমিক আছে ৫০ থেকে ৭০ লক্ষ টাকা। সব মিলিয়ে অংকটা বছরে ৩৫ কোটির কাছাকাছি।

এবার তাঁর মোট সম্পত্তি হিসেবে করলে তার পরিমাণ আরও বেশি। বিশ্বকাপ জয়ের পরে মোটা অংকের টাকা পাবেন স্মৃতি। ফলে তার আয়ের পরিমাণ আরও বাড়তে চলেছে।

অন্যদিকে পলাশ একাধিক হিন্দি সিনেমাতে সুরকারের কাজ করেছেন। পাশাপাশি অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন কিন্তু সেভাবে সাফল্য পাননি। তার মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা। ফলত পলাশ এবং স্মৃতির আয় এবং সম্পত্তির পরিমাণে ব্যবধান রয়েছে অনেকটাই।

তবে ভালোবাসা কি আয়-ব্যায়ের  ব্যালেন্সশিট  বা ব্যাংক অ্যাকাউন্ট অঙ্ক দেখে  হয়!

 

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন,...

হতশ্রী বোলিং, গুয়াহাটিতে লজ্জার হারের আতঙ্কে কাঁপছে টিম ইন্ডিয়া

ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)।...

মতুয়াগড়ে জননেত্রীর প্রতিবাদ মিছিলে জনস্রোত, রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

চাঁদপাড়া পাটপট্টি মোড় থেকে ঢাকুরিয়া হাইস্কুল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল (March)। সামনে জননেত্রী। আর তাঁর পিছনে জনস্রোত। দুধারে...

১০-এর বদলে ৫-এর বৈঠকে সম্মতি কমিশনের! কোথায় স্বচ্ছতা, প্রশ্ন অভিষেকের

তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সম্মতি দিয়েছে দিল্লির নির্বাচন কমিশন। তবে আদতে যে দরজা খুলে দেওয়া হয়েছে তৃণমূলের প্রতিনিধিদলের...