Tuesday, November 4, 2025

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত রাজ্যের তিনটি জেলায় পরিদর্শন করবেন কমিশনের প্রতিনিধিরা। প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে এই পরিদর্শক দলে থাকছেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস. বি. জোসি, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও অভিনব আগরওয়াল। তাঁদের সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

সূত্রের খবর, টিমটি প্রথমে কুচবিহার, তারপর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় পরিদর্শনে যাবেন। তাঁদের মূল লক্ষ্য হবে বুথ লেভেল অফিসারদের (BLO) কাজের মান এবং সংশোধনী প্রক্রিয়ার সামগ্রিক গুণমান খতিয়ে দেখা।

এরই মধ্যে রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। প্রায় ৭৬ লক্ষ ৬৩ হাজার ৭৫২ জন ভোটারের তথ্য সংযোজন বা সংশোধনের জন্য রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ফর্ম বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে ২৪ লক্ষ ৫৭ হাজার ১১৪ জন ভোটারের মানচিত্রভিত্তিক তথ্য ম্যাপিং সম্পূর্ণ হয়েছে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ৩২.০৬ শতাংশ ভোটারের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনগুলিকে প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলির তরফে ইতিমধ্যেই ৪১ হাজার ৮০০ জন বুথ লেভেল এজেন্ট মনোনীত করে কমিশনের কাছে পাঠানো হয়েছে। কমিশনের আশা, তাঁদের সহযোগিতায় প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হবে। উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর থেকে নতুন ভোটার নাম সংযোজন শুরু হবে এবং ৪ ডিসেম্বরের মধ্যে সমগ্র সংশোধনী প্রক্রিয়া শেষ করার নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...