Monday, November 10, 2025

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। তাঁর বাড়িতে গিয়ে পৌঁছেছেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা।

অভিযোগ, এনআরসি-এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ভাঙড়ের কাশীপুরের জয়পুরে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান শওকত মোল্লা। আশ্বাস দিয়েছেন পরিবারের পাশে থাকার। বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরেই এনআরসি আতঙ্কে ভুগছিলেন সফিকুল। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর আরও ভীত হতে থাকেন তিনি। বিধায়কের দাবি, এই আতঙ্কেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে সফিকুল। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

সফিকুল উত্তর ২৪ পরগণার হাড়োয়া ব্লকের কুলটি পঞ্চায়েতের ঘুসিঘটার বাসিন্দা। তিনি কয়েকদিন ধরে জপ্যপুরে শ্বসুরবারিতে থাকছিলেন। সফিকুলের স্ত্রী মদিরা বিবি দাবি করেছেন, তাঁর স্বামী বিগত কয়েকদিন ফহরে এসআইআর-এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন। তাঁর কাছে কোনও কাগজপত্র নেই বলে চিন্তায় ছিলেন। এই নিয়ে SIR আতঙ্কে মোট ৯ জনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ সামনে এসেছে।

বাংলায় এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। তা নিয়ে বহুবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধার্যণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল, মঙ্গলবার কলকাতার বুকে বিশাল মিছিল করেছিলেন দলনেত্রী, অভিষেক, দলের কর্মী সমর্থকরা এবং বহু সাধারণ মানুষ।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version