Thursday, January 29, 2026

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

Date:

Share post:

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।  মেয়ের বিশ্বকাপ জয়ের সাক্ষী  থাকেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ ও মা শম্পা ঘোষ।  স্টেডিয়ামে স্বশরীরে উপস্থিত ছিলেন দুই জনে।

বিশ্বকাপ জয়ের পর এখনও শিলিগুড়ি ফেরেননি রিচা।  বিশ্বকাপ জয়ের জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হাতে সংবর্ধনা পাবেন রিচাসহ ভারতীয় দলের সদস্যারা। সেই কারণেই মেয়ে এখনও দলের সঙ্গে আছেন রিচা, বাবা-মা ইতিমধ্যেই শহরে ফিরে এসেছেন।

বুধবার নিজেদের বাড়িতেই সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলে মানবেন্দ্র ও শম্পা।  সামনে মেয়ের সাফল্যের কথা বলতে গিয়ে আবেগে ভেসে যান দু’জনেই। চোখের জল ধরে রাখতে পারলেন না রিচার মা। এর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন।  মহিলাদের  প্রিমিয়ার লিগ জিতেছেন, এবার বিশ্বকাপ। এমন সাফল্য খুব ক্রিকেটারের আছে।

বাবা মানবেন্দ্র ঘোষ বলেন,  আমি কখনও ভাবিনি, আমার মেয়ে দেশের হয়ে এমন সাফল্য এনে দেবে। প্রথমে শুধুমাত্র সুস্থ ও সবল থাকার জন্যই ওকে ক্রিকেটে ভর্তি করেছিলাম। পরে স্বপ্ন ছিল রাজ্যের হয়ে খেলবে। কিন্তু খেলা দেখতে দেখতে বুঝতে পারি, রিচা একদিন অনেক দূর যাবে। তবে এমন ইতিহাস গড়বে, তা স্বপ্নেও ভাবিনি।”

মেয়ের বিশ্বজয়ের সাফল্যে আবেগ সামলাতে পারেননি মা শম্পা ঘোষও। চোখের কোণে জল নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন পর মেয়েকে বাড়িতে পাবো, সেটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। ওর পছন্দের সব খাবার নিজে হাতে তৈরি করে খাইয়ে দিতে মুখিয়ে আছি।

বিশ্বজয়ী রিচার এই প্রত্যাবর্তনের অপেক্ষায় আজ শুধু বাবা-মা নয়, গোটা উত্তরবঙ্গও। শিলিগুড়িও তৈরি রিচা বরণের অপেক্ষায়। বিমানবন্দর থেকে হুডখোলা  গাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁকে।  পাশাপাশি নাগরিক সংবর্ধনাও দেওয়া হবে।

 

spot_img

Related articles

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...

নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

মুখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান, আর কাজের বেলায় নিজের দলের নেতার হাতেই নারীর শ্লীলতাহানি ও রক্তপাত! বিজেপি...

ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক...