Thursday, December 18, 2025

তারকাখচিত মঞ্চে গুণীজন সংবর্ধনা দিয়ে শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

তারকাখচিত মঞ্চে গুণীজন সংবর্ধনা দিয়ে শুরু হয়ে গেল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। KIFF-এর শুরুর ঘোষণ করেন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha)। বঙ্গ বিভূষণ সম্মান ২০২৫ পান শত্রুঘ্ন সিনহা। সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। বঙ্গবিভূষণে সম্মানিত কিংবদন্তি সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায় (Aroti Mukharjee), পরিচালক রমেশ সিপ্পি (Ramesh Sippy)। উপস্থিত দেশ-বিদেশের চলচ্চিত্র পরিচালক-সহ চলচ্চিত্র জগতের বিশিষ্টরা।

উৎসব শুরু হয় ডোনা গঙ্গোপাধ্যায় গ্রুপের নাচ দিয়ে। ”এসো মনের দরজা খোলো, এসো এখনই আলো জ্বালো” গানটির খোদ মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া। স্টেডিয়ামে এদিন প্রথম সারিতে ছিলেন পরিচালক রমেশ সিপ্পি ও তাঁর স্ত্রী কিরণ জুনেজা, সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালক ও KIFF-এর চেয়ারপার্সন গৌতম ঘোষ, প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়, সুজয় ঘোষ, তিলোত্তমা সোম, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী, পাওলি দাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পরিচালক রমেশ সিপ্পিকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। হাতে দুর্গার মূর্তি তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। বঙ্গ বিভূষণ সম্মান ২০২৫ পেলেন শত্রুঘ্ন সিনহা। সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী। বঙ্গবিভূষণে সম্মানিত কিংবদন্তি সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। আবেগঘন মুহূর্তে পাওয়া গেল মুখ্যমন্ত্রী ও সংগীতশিল্পীকে। দেব সংবর্ধনা জানান বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সুজয় ঘোষকে সংবর্ধনা জানালেন টলিউডের ‘জেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘কাহানি ৩’ হচ্ছে কি না পরমব্রতর সেই প্রশ্নের উত্তরে সম্মতিও জানান সুজয়।
আরও খবর: পাইলটের পথে হল দেরি! তিন ঘন্টা পর উড়ল ইন্ডিগোর বিমান, প্রশ্নের মুখে পরিষেবা

এই বছর দেখানো হবে মোট ৩৯টি দেশের ২১৫টি ছবি, যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র। এছাড়া থাকছে বিশেষ বিভাগ ‘গানে গানে সিনেমা’, নানা সেমিনার ও আলোচনা সভা। স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের জন্য এই এক সপ্তাহ জমজমাট হতে চলেছে সেই বিষয়ে সন্দেহ নেই।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...