Friday, December 19, 2025

তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে: ৩১ তম KIFF-এর মঞ্চে আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

”আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও (Cinema)। এর মাধ্যমে এমন মানুষদের উৎসাহ দেওয়া হয়েছে, যাঁদের ভাষা হয়তো অনেকেই বোঝেন না, কিন্তু তাঁদের হৃদয় খুব সুন্দর। তাঁদের এই বার্তাই দেওয়া হচ্ছে, তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে”। বৃহস্পতিবার, ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) মঞ্চ থেকে আঞ্চলিক ভাষার ছবিকে বাড়তি গুরুত্ব দিয়ে সবার হৃদয় জিতে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

এদিন বক্তব্যের শুরুতে বলেন, “আমি দেবকে বলছিলাম, সবাই সব কথা বলেছেন, আমি আর কী বলব! শুধু সকলকে ধন্যবাদ জানাই। ৩৯টি দেশ অংশ নিচ্ছে, ৩১৫টিরও বেশি ছবি দেখানো হবে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়- এমন সব গুণী মানুষদের জন্যই বিখ্যাত আমাদের বাংলা সিনেমা। আরও অনেকে আছেন, যাঁদের নাম হয়তো বলতে পারলাম না, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।”

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে ঋত্বিক ঘটক, স্যাম পেকেনপা, রিচার্ড বার্টন, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী এবং রাজ খোসলাকে। পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে দেখানো হবে ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’-সহ সাতটি ছবি। শুধু তাই নয়, নন্দনে অনুষ্ঠিত হবে তাঁকে নিয়ে বিশেষ প্রদর্শনী, ‘দ্য সাবঅল্টার্ন ভয়েস’। চলতি বছরের সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর। এই অনুষ্ঠানে শিশির মঞ্চে বক্তব্য রাখবেন  ‘শোলে’র পরিচালক রমেশ সিপ্পি। দেশ-বিদেশের অসংখ্য ছবির প্রদর্শনের মাধ্যমে সিনেমাপ্রেমীদের জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অন্যতম সুযোগ। এই মঞ্চেই মিশে যাচ্ছে দেশবিদেশের সংস্কৃতি ও ভাবধারা। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী। চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত প্রত্যেক কর্মী ও শিল্পীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত সকল অতিথিকেও  জানালেন আন্তরিক কৃতজ্ঞতা।

মুখ্যমন্ত্রী বলেন, “সিনেমা পৃথিবীকে একসূত্রে বাঁধে, মানবতাকে দৃঢ় করে। এর কোনও সীমানা নেই। পৃথিবী একটাই, আমরাও এক। সেটাই সিনেমার আসল উদ্দেশ্য। উৎসবে উত্তম কুমার ও সুচিত্রা সেনের ‘সপ্তপদী’ ছবিও প্রদর্শিত হবে।“ এর পরেই মমতা জানান, “আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও। এর মাধ্যমে এমন মানুষদের উৎসাহ দেওয়া হয়েছে, যাঁদের ভাষা হয়তো অনেকেই বোঝেন না, কিন্তু তাঁদের হৃদয় খুব সুন্দর। তাঁদের এই বার্তাই দেওয়া হচ্ছে, তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে।”

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...